Tmc

তৃণমূলকে হারিয়ে তৃণমূলেই যোগ দিলেন এই প্রার্থী

একা লড়ার প্রতিশ্রুতি দিয়েও ঘর ভাঙলেন এই নির্দল প্রার্থী।

0;00-0:11 mohila

তৃণমূলেই ছিলাম দল পাল্টেই অন্য সুর ।

ভোট দিয়ে নির্দল প্রার্থীকে জিতিয়েও লাভ হলো না গ্রামবাসীর ।

0:00-0:10 lok

ঘুরে ফিরে ব্যাক টু প্যাভিলিয়ন।

0:18-0;26 –2:47

 

কোন এক মহৎ ব্যক্তি বলেছিলেন রোগের সঙ্গে লড়াই করা উচিত ,রোগীর সঙ্গে নয় । করোনাকালে কমবেশি এই উক্তি আমাদের সকলের কাছেই পরিচিত। তবে এই প্রার্থী বলছে রোগীর সাথে লড়ুন রোগের সাথে নয়। একা লড়বো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বাড়ি বাড়ি। নির্দল প্রার্থী হয়ে স্বতন্ত্রভাবে লড়ার স্ত্রোতবাক্য পাঠ করেছিলেন। নতুন কিছু আসছে হয়তো এই কথা বিশ্বাস করেই গ্রামবাসীরাও ভোট দিয়েছিলেন তাকে । তবে ভোট যেতেই ভুলে গেলেন নিজের প্রতিশ্রুতির কথা। রং পাল্টে, দল বদলে তৃণমূলে যোগ দিলেন বিজয়ী নির্দল প্রার্থী নমিতা রায়।

 

Byte 0;00-0;11 mohila

। জানা গেছে 16/218 নম্বর বুথে নির্দল প্রার্থী হিসেবে গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হয়েছেন নমিতা রায়। পঞ্চায়েত নির্বাচনে নমিতা রায়ের বিপরীতে ওই বুথে তৃণমূল প্রার্থী নিবেদিতা রায় তার প্রধান প্রতিপক্ষ ছিল। গণনার পর দেখা যায় মানুষ প্রতীক চিহ্ন নয় , প্রার্থীকে দেখেই ভোট দিয়েছে ।ভোটে জয়ী হয়েছে নির্দল প্রার্থী নমিতা রায়। এই নিয়ে যখন গ্রামবাসীদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। ঠিক তখনই বিজয়ী এই নির্দল প্রার্থীর বাড়ি থেকে বেরোয় এক মিছিল ।সেখানেই দেখা যায় বিজয়ী প্রার্থী এবং তার স্বামীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলের কর্মীরা।

1;05-1;44—- 2:47

একেই বোধ হয় বলে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেড়নো ।নির্দল থেকে পুরনো দলে ফিরলেন নমিতা। জেতার পরেই তৃণমূলে যোগদান করেন তিনি। গ্রামবাসী, নির্দল কর্মীদের অবাক করে কার্যত চমক দিয়ে পালালেন তিনি। মানুষকে ঠকিয়ে,একেবারে ঢাক ঢোল পিটিয়ে , স্লোগান তুলে ঘরে ফিরলেন নমিতা রায়।

Slogan

 

Byte

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *