অবাক চুরি
একেবারে ধাপে ধাপে চুরি
প্রথম ধাপে এসে রান্নাঘরে ঢুকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হলো
তারপর দীর্ঘক্ষনের অপেক্ষা কতক্ষণে ঘুম আসবে বাড়ির লোকের চোখে
বাড়ির লোক ঘুমিয়ে পড়তে ফের চোর ঢুকলো ঘরে
লক্ষাধিক টাকার সোনা সহ একাধিক জিনিস লুট
বাড়ি ভর্তি লোকের উপস্থিতিতেই ।
সর্ষের মধ্যেই ভূত
বাড়ির মধ্যেই কেউ
চুরির কান্ড শুনলে মাথা ঘুরে যাবে আপনার
012-0;35 pink
একেবারে দিনে দুপুরে গৃহস্থের বাড়িতে পুরুষ বাচ্চা মহিলা থাকা সত্ত্বেও চুরি করে ফাক করে দিল চোরেরা ।খাবারে কিছু মেশানো হয়েছে বুঝতে পেরেও ‘রোখা গেল না চুরি। আগেভাগে টের পেয়েও হলো না কোনো সুবিধা। এ জানো অদ্ভুত চুরি। আপাতদৃষ্টিতে চুরি বিষয়টি কারোর পৌষ মাস কারো সর্বনাশ হলেও। এই চুরির রয়েছে বিভিন্ন ধরন।
ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের অঞ্চল পাড়া এলাকার এই ঘটনা রীতিমতো সৃষ্টি করেছে নতুন নজির। চোর যেন আগেভাগে ইঙ্গিত দিয়ে গিয়েছে চুরি হবে। সে ইঙ্গিত বুঝতে পেরেছে বাড়ির লোক ও। তবে হলো না শেষ রক্ষা । সকাল হতেই পড়ে রইল খালি গয়নার বাক্স লণ্ডভণ্ড ঘর, খোলা দরজা ।
0;53-1;16 pink
জানা যায় বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল পাড়া এলাকার বাসিন্দা সুনীল সরকার পেশায় পেট্রোল পাম্পের মালিক ও কাঠ ব্যবসায়ী । তার এক ছেলে বিডিও অফিসের কর্মী। এদিন বাড়ির সদস্যদের সকালের খাবার খাওয়ার পর থেকেই ঘুম পেতে শুরু করে। বুঝতে পারছিলেন না একসাথে সকলের ঘুম কেন পাচ্ছে?
0;00-0 :31 bou baccha
ভোর বেলা ছেলের কান্নায় ঘুম ভাঙ্গে তার। তখন সব শেষ।
এই ঘটনার পর কান্নায় লুটিয়ে পরে পরিবার। খবর দেয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
প্রাথমিক অনুমান থেকে ধারণা করা যাচ্ছে রান্নাঘরে হলুদের সাথে কিছু মেশানো হয়েছে । যদিও পরবর্তীতে সেই হলুদের কৌটো পাওয়া যায়নি।
0;50-1;08 kalo
তবে এই কাজ যে কোন পরিচিত কিংবা সুপরিচিত লোকের তেমনি আন্দাজ করছে সুজিত বাবুর পরিবার।।
Leave a Reply