রান্নাঘরের গর্ত দিয়ে বেরোচ্ছে ওটা কি!
সরু লিকলিকে গা চকচকে
মুখ বাড়াচ্ছে উনুন থেকে ।
ভয়ংকর কান্ড।
গৃহস্থের ঘরে আরো এক বাসা।
ঘরের মধ্যে গোখরো সাপের বাসা।
দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে রয়েছে প্রাণ নাশক। । শুধু বসে নয় রীতিমতো বংশবিস্তার করে বসে রয়েছে সে। যা গুনাক্ষর ও পায়নি বাড়ির লোকেরা । দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না রান্নাঘর। দীর্ঘদিন ধরে না ব্যবহার করাতেই ধুলো জমেছে রান্নাঘরের বিভিন্ন প্রান্তে। হঠাৎ উনুন থেকেই বেরিয়ে আসছে একটা মুখ। চকচকে তার চোখের মনি। ওটা কি! হঠাৎ সজরে চিৎকার ঘরের মধ্যে থেকে। সাপ! তাও আবার একটা দুটো নয় একাধিক।
Byte
ধূপগুড়ির গাদং অঞ্চল অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা বুলুনাথ চক্রবর্তীর রান্না ঘরে সাপেদের ডেরা। ভয় রক্ত হিম হবার জোগাড় . ।ভয়ের চোটে মশারি দিয়ে রান্নাঘরের উনুন ঢেকে রাখে গৃহস্থ । তারপরে খবর দেয়া হয় সর্পপ্রেমী এক সংগঠনকে । ফালাকাটা থেকে এসে রান্না ঘরের কংক্রিট খুঁড়ে একে একে কুড়িটির মত সাপের বাচ্চা বের করেন তারা। বের করতেই দেখা যায় যে সে কোন সাপ নয় একেবারে গোখরো। অত্যন্ত বিষধর সাপ । সেগুলোই দীর্ঘদিন রয়েছে বাড়ির রান্নাঘরে। ভগবানের কৃপায় কোন বিপদ ঘটেনি । । তবে যে কোন মুহূর্তে ঘটতে পারতো তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যায় পরিবারের লোকেদের।
পরবর্তীকালে সেগুলিকে প্লাস্টিকের একটি বড় জারের ভেতর ভরে রাখা হয়। রান্না ঘর খুঁড়ে মা গোখরোর খোঁজ চালান তারা। তবে পাওয়া যায়নি মা গোখরোকে।
Leave a Reply