Aprupa

0;15-0;29

0;39-0! 52

2;00-2:07

1:41-1;53;

 

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস ,যে বিশৃঙ্খলা যে রক্ত দেখেছে রাজ্য । তা দেখে শুধুমাত্র সাধারণ মানুষই নয় একেবারে তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ তথা ডেবরা বিধায়ক হুমায়ুন কবীর স্বয়ং দলের বিরুদ্ধেই বেসুরো হতে শুরু করেন। একেবারে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্ত্রাসহীন ভোট হবে তা আর হলো কই? বাংলার যা অবস্থা তা দেখে মাথা হেট হয়ে যাচ্ছে । কার্যত তার এই মন্তব্যের পরে দলই ক্ষেপে যায় তার ওপর । তৃণমূলের নতুন কাটা হুমায়ুন, নাম দেয়া হয় তাকে । পঞ্চায়েত নির্বাচন ২০২৩ কে ঘিরে যে চিত্র ফুটে উঠেছে ক্যামেরার সামনে এবং সাধারণ মানুষের সামনে তা নিয়ে মুখ খুলতেই দলের চক্ষুশুল হন প্রাক্তন আই পি এস অফিসার হুমায়ুন কবীর। এমনকি তার বিরুদ্ধে গামছা বেঁধে মাঠে নামেন অপরূপা পোদ্দার।

অপরূপা পোদ্দার এর বক্তব্য তার অঞ্চলে তার মনপ্যুতপ্যুত প্রার্থী না হওয়াতেই ভুলভাল কথা বলছেন তিনি। ২০০৮ সালে যখন মুর্শিদাবাদের 22 জন মারা গিয়েছিলেন কিবা পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল তখন তার মাথা হেড হয়ে যায়নি !আজ হঠাৎই তার মাথায় হেট হয়ে যাচ্ছে কেন ?তার মুখে এই বড় বড় কথা সাজেনা।

Byte

অন্যদিকে অপরূপা পোদ্দারের এমন মন্তব্যের পরই বিশেষ করে মন্তব্য করেন লকেট চট্টোপাধ্যায় তিনি বলেন

উচিত কথা বললেই চক্ষুশূল হচ্ছে অপরূপা পোদ্দারের মতো লোকেদের।এরা সন্ত্রাসের ঠেকা নিয়ে বসে আছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সর্বত্র।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *