Total footge with proper bgm
Byte
মনে পড়ছে!,নির্বাচনের দিন তৃণমূলের এই অঞ্চল সভাপতিকেই দেখা গিয়েছিল ব্যালাট বক্স বিভ্রাট নিয়ে রীতিমতো ভোটারদের বিভ্রান্ত করতে। ,হেনস্তা করতে। যার কারণে দ্বিতীয় বার নির্বাচন হয় এই বুথে । পুনঃ নির্বাচনের দিন ও সকাল থেকেই সঞ্জয় ঘোষ কে দেখা যায় বুথের বাইরে সাঙ্গ পাঙ্গ নিয়ে। তবে পুনঃনির্বাচনের দিন এমন কিছু না করলেও কার্যত জনসমক্ষে বিশৃঙ্খলার ইঙ্গিত দেন তিনি। পঞ্চায়েত ভোটের ফল নিয়ে ইঙ্গিতপুর্ন মন্তব্য করেন অঞ্চল সভাপতির। কেন্দ্রীয় বাহিনী সামনেই বিতর্কিত মন্তব্য করেন তিনি। নির্বাচনের পরও হুমকি সুর পান্ডুয়ার তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষের গলায়। হকিস্টিক নিয়ে খেলা হবে হাতে খেলবো না পায় খেলবো সেটা ১১ তারিখ দেখা যাবে।
Byte
পুনর্নির্বাচনের দিন তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ কে দেখা যায় সাত ঘড়িয়া স্কুলের বুথে না ঢুকে বাইরে কর্মীদের সঙ্গে সময় কাটাতে। তিনি বলেন আমরা চাই গণতান্ত্রিক উপায় ভোট হোক । মানুষের উপর ভরসা আছে যদি মনে হতো তাহলে একটা নমিনেশনে জমা দিতে দিতাম না বিরোধী দের।যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন তাহলে খেলার মাধ্যমেই সব শেষ করে দিতাম.।
Byte
তবে এদিন হাতে-কলমে কোন কিছু না করলেও কার্যত মুখের বিভিন্ন উক্তিতেই তিনি বিশৃংখলার ইঙ্গিত দেন। নির্বাচনে কাউকে ধমকানো হয়নি, চমকানো হয়নি তবে ভোটে জিতলে ভয়ংকর খেলা হবে, এদিন এমনই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন তিনি।
ভোটের নির্বাচন নিয়ে একাধিক বিতর্কের মাঝখানে অঞ্চল সভাপতির এই মন্তব্য কার্যত বিতর্ক সৃষ্টি করেছে এলাকায়। অন্যদিকে এলাকায় নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে
Leave a Reply