Vote

ভোটের বুথে এই প্রার্থী ঢুকতেই পড়ে গেল হুলুস্থুলু

এই প্রার্থীকে দেখেই।

কেউ মুখের দিকে হা করে তাকিয়ে আছেন

তো কেউ দৌড়ে আসছেন সেলফি তুলতে।

 

Footge

আবার ভয়ও পাচ্ছেন গুটিগতক।

তবে না আছে তার কাছে কোন আগ্নেয়াস্ত্র

না তিনি দুষ্কৃতী

তবে তাকে দেখলেই

মানুষ যেন ভোট দিতে ভুলে যাচ্ছেন।

1;06-1;13 -1;34

এই ব্যক্তিকে দেখলে অবাক হবেন আপনিও

 

গাছে কাঁঠাল গোঁফে তেল কিংবা গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যায় চেনা । এই সমস্ত কবিতা হয়তো তাকে দেখেই লেখা। তার গোঁফ তার কাছে গর্ব । তার গোঁফ তার পরিচয় । যে সে গোঁফের অধিকারী নয় সে। byte 0;14-0;24 –1;16

পেশায় টোটো চালক অশোক মাহাতো কে দেখলে অবাক হবেন । ঠিক যেমন অবাক হয়েছে তার বুথের ভোটাররা।

Byte1:13-1:19–1;34

ভোটের বাজারে কত কিছুই ক্যামেরার সামনে ধরা পড়েছে.।কখনো চলেছে দেদার ছাপ্পা ,কখনো দেখা গিয়েছে বিশৃঙ্খলার চিত্র । তার মাঝেই শনিবার ভোট চলাকালীন কানাইপুর বুথে এক প্রার্থীকে দেখা যায় ভোট দিতে আসতে, তাকে দেখতে পেয়েই ভোটকেন্দ্রে চেনা ছন্দ খানিক হলেও বিঘ্নিত হয়। তিন চার জন মানুষ তো দৌড়ে আসে ছবি তোলার জন্য।

Footge

ভাবতে পারেন !একেবারে সিনেমা আর্টিস্ট এর মত। আর হবেনাই বা কেন ?তার গোঁফ যে ব্যতিক্রমী । যেমন সুপুষ্ট, তেমনি লম্বাটে, দীর্ঘ কুড়ি বছর ধরে এই গোঁফটি সযত্নে রেখেছেন তিনি। তার গোঁফ দেখলে পুরান কালের রাবণের কথা মনে পড়ে যেতে পারে বাচ্চাদের।

Byte0;43-0;55 —

0;57-1:00 —-1;34

 

 

মধ্যবিত্ত পরিবারের লোক অশোক মাহাতো জানান যেখানেই যান এই এই গোঁফের দৌলতে প্রচুর মানুষ সম্মান করে তাকে। শখেই এই গোঁফ বাড়ান তিনি । এই গোঁফ নিয়ে তার কম গর্ব নয়। আন্দাজ করা যায়,সত্যজিৎ রায় বেঁচে থাকলে তার এই গোঁফ দেখে কি বলতেন! হয়তো বা তার এই গোফ দেখেই তিনি লিখেছিলেন গোঁফের আমি গোঁফের তুমি, গোঁফ দিয়ে যায় চেনা।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *