Nirbachon

নির্বাচনের ফলাফল এর আগেই শুরু হলো উদযাপন।

ভোটে জিত নিশ্চিত ।

একই দোকানে বিজেপি এবং তৃণমূলের মিষ্টির অর্ডার পড়ল নজর কারা ।

0;50-0;57 chosma

কারো ২০০ পিস তো কারোর ১০০ পিস

এই দোকান কখনো অর্ডার দিতে আসছে তৃণমূল তো কখনো বিজেপিই তো কখনো সিপিএম।

0;23-0;28 chosma

মিষ্টি কিনতে উপচে পড়া ভিড় অশোকনগরের এই দোকানে।

ব্যবসা বাড়াতে অভিনব উপায়।

নির্বাচন উপলক্ষে করা হচ্ছে বিশেষ সন্দেশ।

0;15-0;22 chosma

সেই সন্দেশ কিনতেই এক ছাদের তলায় বিরোধীদলেরা।

 

 

 

 

চরম বিশৃঙ্খলা, বাধা-বিপত্তি কাটিয়ে অবশেষে ভোটের নির্বাচনের ফলাফল ঘোষণা .।ইতিমধ্যেই শুরু হয়েছে তার গননা। রাত পোহালেই দীর্ঘ প্রতীক্ষিত সেই দিন যেই দিনই দলগুলির ভবিষ্যৎ। নির্ধারিত হবে গ্রাম বাংলা কার দখলে। গ্রামবাংলায় উড়বে কোন পতাকা। কাকে ভরসা করবে মানুষ ? সমস্ত উত্তরই পাওয়া যাবে এই ফলাফলের মাধ্যমে। যে দিনের জন্য বহু প্রতীক্ষা করে বসে রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। নিজেদের দলকে নিয়ে ১০০ শতাংশ আশাবাদী প্রত্যেকে।ভোটে জিতলেই কেউ বলছে খেলা হবে তো কেউ বলছে চোরেদের তাড়ানো হবে। তবে তার আগে যা হবে তা হল আবির খেলা এবং মিষ্টিমুখ । মিষ্টি খাইয়েই একে অপরকে অভিনন্দন জানানোর মাধ্যমেই শুরু হবে গ্রাম দখলের প্রস্তুতি । অশোকনগরে সেই উদযাপন হবে বিশেষ দোকানের বিশেষ মিষ্টি খেয়ে।

0;00-0;20 onno kaku

এই দোকানে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য রয়েছে বিশেষ বিশেষ মিষ্টি । তৃণমূলের জন্য জোড়া ফুল সিপিএমের জন্য কাস্তে হাতুড়ি ।আবার বিজেপির জন্য পদ্মফুল। কোন দ্বিচারিতা না করেই প্রত্যেক রাজনৈতিক দলের জন্য তৈরি করা হয়েছে ক্ষীরের তৈরি সন্দেশ। নির্বাচনের বাজারে মার্কেট ধরে রাখতে অভিনব এক পদ্ধতি অবলম্বন করেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। নির্বাচনের আগের দিনই সেখানে দেখা যায় উপচে পড়া ভিড়।

 

Byte0;26-0;41 neel chosma

। ইতিমধ্যেই শাসক দল তৃণমূলের তরফ থেকে এসেছে ২০০ পিস মিষ্টির অর্ডার। বিজেপির তরফ থেকেও পদ্ম ফুলের প্রতীক চিহ্ন দেওয়া মিষ্টির বেশ কিছু অর্ডার এসছে বলেও জানালেন মিষ্টি ব্যবসায়ী।

 

0;50-0;59 neel kaku

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে। আর তারই মাঝে বাজার ধরতে ১৫ টাকার বিশেষ এই ক্ষীর সন্দেশের প্রতীক চিহ্নের মিষ্টি নিয়ে এসেছে অশোকনগরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। দুধ দিয়ে ক্ষীর তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এই সন্দেশ। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই নেতাকর্মীদের মুখে উঠতে প্রস্তুত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের ক্ষীরের সন্দেশ। আর এই মিষ্টিমুখ যে বাড়তি উন্মাদনা জাগাবে রাজনৈতিক দলগুলির জয়ের উল্লাসে তা বলাই যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *