গরু পাচার কান্ডে বিস্ফোরক তথ্য।
অনুব্রত নয়
মেয়ে সুকন্যা মন্ডলই গরু পাচার কান্ডে আসল কালপ্রিট।
সুকন্যা মন্ডল এর বুদ্ধিতে চলতো অনুব্রত ।
মেয়ের বুদ্ধি তে গরু পাচারের টাকা বিনিয়োগ হতো বিভিন্ন খাতে।
কোন খাতে খরচ করলে বেশি কালো টাকা
হিসেব করতেন মেয়ে।
দিনের পর দিন মেয়ের দেখানো পথেই চলেছেন কেষ্ট ।
সেই সুকন্যা আজ দেউলিয়া।
উকিলের টাকা জোগার করতে দু সপ্তাহের জামিন চাইলেন
উকিল।
গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়ে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) রয়েছেন তিহাড়ে। অনুব্রত মণ্ডলের পাশাপাশি গ্রেপ্তার হয়ে তিহারবন্দী তার ঘনিষ্ঠ মণীশ কোঠারি এবং মেয়ে সুকন্যা মন্ডল (Sukanya Mondal)। ইনারা গ্রেপ্তার হওয়ার পর বারবার জামিনের আবেদন করলেও এখনো সেই জামিন অধরা।
বারবার জামিন অধরা থাকার ফলে অভিযুক্তদের আইনজীবীরা একের পর এক নতুন নতুন যুক্তি নিয়ে আদালতে জামিনের আবেদন করছেন। কিন্তু তাতেও কোন রক্ষে হচ্ছে না, উপরন্তু এবার ইডি আধিকারিকরা অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের বড় এক কীর্তি সামনে আনলেন। ইডি অধিকারীদের তরফ থেকে যে কীর্তি সামনে আনা হয়েছে তা শুনলে আপনিও বিশ্বাস করতে পারবেন না।
সোমবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের জামিন হবে কিনা তা নিয়ে শুনানি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। এদিন জামিন নিয়ে শুনানি শেষ হলেও আদালতের তরফ থেকে রায় দেওয়া হয়নি। বরং ইডি আধিকারিকদের তরফ থেকে দাবি করা হয়েছে, গরু পাচারের টাকা কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে সেই পরামর্শ বাবাকে দিতেন সুকন্যা মণ্ডল।
ইডি অধিকারীদের এমন দাবি অনুযায়ী স্পষ্ট সুকন্যা মণ্ডল গরু পাচারের টাকা কোথায় কোন খাতে বিনিয়োগ করলে ভালো হবে সেই বিষয়টির দিকে নজর রাখতেন। বিষয়টির দিকে নজর রাখার পাশাপাশি ভালো-মন্দ বিচার করতেন। ইডি অধিকারীদের তরফ থেকে সুকন্যা মণ্ডল সম্পর্কে এমন দাবি স্বাভাবিকভাবেই কারো বিশ্বাস না হওয়ার মতোই।
এদিন আদালতে শুনানি চলার সময় ইডির আইনজীবীদের তরফ থেকে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনিশ কোঠারির বক্তব্যকে হাতিয়ার করে বলা হয়, গরু পাচারের কোটি কোটি টাকা অনুব্রত মণ্ডল কোথায় কিভাবে বিনিয়োগ করবেন তার সবটাই ঠিক করে দিতেন সুকন্যা মণ্ডল। এদিকে সুকন্যা মন্ডলের আইনজীবী আদালতে জামিনের পক্ষে দাবি করেন, সুকন্যা মন্ডলের হাতে এই মুহূর্তে কোন টাকা নেই তিনি দেউলিয়া। যে জন্য ছয় সপ্তাহের জন্য জামিন দেওয়া হোক। এদিন দুপক্ষের শুনানি শোনার পর আগামী ১২ জুলাই রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে আদালত
Leave a Reply