0;02-0;11 ghomta dida
0;00-0;12 mohila
0;0-0;10 ami kichui bolini
বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। অথচ বুথের ভেতর চলছে দেদার ছাপ্পা। একজনের ভোট দিচ্ছেন অন্যজন । সব ভোট দিতেই হবে তৃণমূলে । ছাপ্পা পড়ছে তো পড়ছে তৃণমূলেই । মুর্শিদাবাদের কান্দি মহকুমার সালারের প্রসাদপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭৯ ও ৮০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকলেও নিজেদের ভোট নিজেরা দিতে পারছেন না গ্রামবাসীরা।
Byte0;30;0;44 sobuj saree
এমনই অভিযোগ তুললেন গ্রামের বাসিন্দা। চলছে পুনর্নির্বাচন অথচ বুথ কেন্দ্রের বাইরে নেই গ্রামবাসী। হাতে-গোনা কয়েকজন ভোটার ছাড়া চোখে পড়ছে না কাউকে। শনিবার রাজ্যের একাধিক প্রান্তে পঞ্চায়েত ভোট চলাকালীন তুমুল বিশৃঙ্খলার যে চিত্র ধরা পড়ে তার নিরিখে মুর্শিদাবাদের স্থান শীর্ষে। যার দরুন সোমবার দ্বিতীয়বারের জন্য পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই পুনর্নির্বাচনেই সিদ্ধান্ত নেয়া হয় একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই হবে নির্বাচন । কথা অনুযায়ী বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী দেখা গেলেও অভিযোগ উঠছে বুথের ভেতর চলছে কারচুপি। সিভিক ভলেন্টিয়ার হস্তক্ষেপ করছে ভোটে।
Byte civic 0;00-0;20
ভোট দিতে হলে দিতে হবে তৃনমূলে, পুনঃনির্বাচনের আগের দিন রাতে ২০ থেকে ৩০ টা মোটরবাইক নিয়ে তৃণমূলের লোকজন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রড ধারালো অস্ত্র নিয়ে প্রান নাসের হুমকি দিয়ে আসে। যদি দিদিকে ছাড়া অন্য দলকে ভোট দেয়া হয় তাহলে তাদের বাড়িঘর ভেঙে দেবে এবং তাদেরকে প্রাণে মেরে ফেলবে। এমনকি যে যেমন লোক তাকে সেই রকম টাকা দিয়ে ভোট করানো হচ্ছে কাউকে ১০ হাজার কাউকে ২০ হাজার আবার কাউকে ৫০হাজর টাকার বিনিময়ে।
Byte0;00-0;20 buro
লক্ষ্মী মাঝি নামক একজন ভোটার জানান তার হাত থেকে ভোটের চিরকুট কেড়ে নিয়ে ভোট দিয়ে দেওয়া হয়েছে। নিজে ভোট দিতে এসেও নিজের ভোট নিজে দিতে পারেননি তিনি। বুথে ঢুকতেই প্রিসাইডিং অফিসার জানান তার ভোট হয়ে গেছে।
Byte0;9-0;31 ghomta
তবে এই বিষয়ে তৃণমূলের প্রার্থী পুরো অভিযোগ অস্বীকার করছেন । তাদের দাবি শান্ত শিষ্ট ভোট হচ্ছে । এমনটাই জানাচ্ছেন। তারা
Leave a Reply