Chele

Byte0;52 -0;58 dida

0;16-0;23 dadu

 

বিশৃঙ্খলার জেরেই হচ্ছে পুনঃনির্বাচন । গ্রামের মানুষদের গণতান্ত্রিক অধিকার দিতে দিত্বীয় বার নির্বাচন হল এই গ্রামে । অথচ পুনঃ নির্বাচনের দিন ভোট দিতে গেল না গ্রামবাসীরা । বুথের মুখেই দেখাই গেল না ভোটারদের। শনিবারে ভোটের যে ঝলক দেখেছে তারা। তারপর আর ভোট দেওয়ার সাহস হচ্ছে না তাদের। আতঙ্কে দিন গুজরাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার ৪২ – ডাহুকা গ্রামের বাসিন্দাদের একাংশ।

Byte 0;24-0;58 dida

 

স্থানীয় এক বাসিন্দা বলেন ভোটের দিন যে রূপ দেখেছি তাতে আর বাড়ি থেকে বের হতে চাই না . ।রাতে পুলিশ এসে গ্রামের ছেলেদের ধরে নিয়ে গেছে। দরজাতে ভাঙ্গচুর করেছে, আমাদের ভোট দিতে বারন করা হয়েছে পার্টির পক্ষ থেকে । তাই আমরা ভোট দিতে যাব না। গ্রামের একাংশের অভিযোগ ভোটের দিন তিন তিনবার ভোট দিতে গেলেও ভোট দিতে পারেনি তারা। বাইরের লোক এসে ঝামেলা মারপিট করছে ভোট দিতে গেলেও আমাদেরও মারবে। এদিন কথা বলতে বলতে গ্রামের এই বাসিন্দার চোখে মুখে অদ্ভুত এক ভয় লক্ষ্য করা যায়। তাদের কথা যাই হয়ে যাক ভোট দিতে যাবে না তারা।

0;16-0;23 dadu

এদিন এই গ্রামের একাংশকে দেখা যায় ভোট বয়কট করতে। ভোটকালীন সন্ত্রাস এতখানি ভয় সৃষ্টি করেছে তাদের মনে যে বুথ কেন্দ্রের আশেপাশে ও দেখা যায়নি এদিন শতাধিক ভোটারকে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *