Rat

0;2-0;17

রাতবিরেতে উলুবেরিয়া দু’নম্বর ব্লকের স্ট্রং রুমে

বিধায়ক নির্মল মাঝি ।

হাতেনাতে ধরা পড়লো তৃণমূলের বিধায়ক

3:29-3;39

বিরোধীদলদের হাতে ধরা পড়তেই যা হলো

তৃণমূল বিধায়কের দেখুন।

Footge

Chorrr

কি করতে গেছিলেন তিনি?

প্রশাসনের মদতে ভোট চুরি।

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে বেশ কয়েক ঘন্টা আগেই.।নির্বাচনের পর সমস্ত ব্যালোট বক্স গুলি কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা রয়েছে বেসরকারি স্কুলের স্ট্রং রুমগুলোতে । তেমনি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পর ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি বেসরকারি স্কুলে উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের স্ট্রং রুমে রয়েছে উলুবেরিয়া ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথের ব্যালট বাক্স। হঠাৎই রাত দুপুরে তৃণমূলের বিধায়ক নির্মল মাঝিকে দেখা যায় সেই বিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকতে। রবিবার মধ্যরাতে সাঙ্গোপাঙ্গ সমেত তিনি বেসরকারি সেই বিদ্যালয়ের ভেতর প্রবেশ করেন বলেই অভিযোগ তুলছে বিরোধীদল । বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সমস্ত দলের কয়েক হাজার কর্মী-সমর্থক স্ট্রংরুমের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, অবিলম্বে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে হবে।

Footge

ঘটনা জানাজানি হতেই স্থানে উপস্থিত হয় প্রায় কয়েক শত মানুষ । তার মধ্যে যেমন ছিল স্থানীয় এলাকার লোক

তেমনি সিপিএম বিজেপি সহ একাধিক দলের লোকেরা। চরম বিক্ষোভ দেখায় তারা পুরো ঘটনা নিয়ে। প্রশ্ন ওঠে এত কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা থাকবার পরও কিভাবে তৃণমূলের এই বিধায়ক ঢুকে পড়লেন ভেতরে । তাদের দাবি প্রশাসনের মদতেই ঘটেছে এসব। হচ্ছে ভোট চুরি।।

এদিন নির্মল মাঝে কে কার্যতো চোর বলে সম্বোধন করেন বিক্ষোভকারীরা ওঠে দফায় দফায় চোরের স্লোগান।

Byte8:39-9;03

 

অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলে আসেন উলুবেড়িয়া-২ নাম্বার ব্লকের বিডিও। প্রায় ৩ ঘন্টা বিক্ষোভ চলার পর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *