Video
রাতের অন্ধকারে হাত বদল হচ্ছে ব্যালট বক্সের।
একেবারে বুথ কেন্দ্র থেকে অব্যবহৃত ব্যালোট বক্স নিয়ে বেরিয়ে যাচ্ছেন বি ডি ও স্বয়ং।
5;04-5;18 chalok
বুথ কেন্দ্র থেকে সরাসরি গাড়িতে বেলোট বক্স নিয়ে আসছিল বিডিও অফিসার।
গন্ডগোল আছে বুঝতে পেরেই রাস্তা আটকায় কংগ্রেস সিপিএমের লোকেরা। যাত্রা ভঙ্গ হয় অবশেষে ।
5;31-5;34 chalok
পঞ্চায়েত নির্বাচনের পরেও চলছে দেদার অসৎ পদ্ধতিতে ভোট সংগ্রহ । এবার স্বয়ং বিডিও অফিসার ধরা পরল হাতে না হাতে । ভোট শেষ হয়ে যাওয়ার পর রাতের বেলায় লালগোলা M.N.Academy স্কুল থেকে কিছু অব্যবহৃত বাক্স কারোর সাথে আলোচনা না করে , লালগোলার বিডিও তার অফিসে নিয়ে আসছিল সেই সময়, রাস্তা আটকে দাঁড়ায় সিপিএম এবং কংগ্রেস । গাড়িতে কি রয়েছে? জিজ্ঞাসা করাতে প্রথমে কোন সদ উত্তর পাওয়া যায়নি. ।
তারপর খানিক জোর করেই দেখতে যাওয়া হয়। দেখা যায় গাড়ির মধ্যে রয়েছে কিছু অব্যবহৃত ব্যালটবক্স। সেখানে সই রয়েছে প্রিসাইডিং অফিসারের .
Byte0;00-0;53
।তারপরেই বিডিও অফিসার কে ঘিরে রেখে বিক্ষোভ শুরু করে কংগ্রেস এবং সিপিএম । গাড়িটিকে আটকে রাখা হয় এবং বিডিও কে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনা ঘিরে তুমুল চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায় । বিডি অফিসার কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই ব্যালট বক্স গুলি তা এখনো স্পষ্ট নয়? তবে ভোট চলাকালীন যেভাবে অসৎ পদ্ধতি অবলম্বন হতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে.।তারপর ওই ব্যালট বক্সগুলো যে কোন সৎ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল না সেই ব্যাপারে নিশ্চিত সিপিএম এবং কংগ্রেস
Leave a Reply