মাছ ধরার ছিপ বানিয়ে চলছে সংসার।
৩০ বছর ধরে শুধুমাত্র বানাচ্ছেন মাছ ধরার ছিপ।
কোন মাছ তুলতে লাগবে কোন ধরনের ছিপ।
কোন ছিপে আঁটবে মাছ ভালো।
এসব তাদের নখ দর্পণে
৩০ বছর ধরে ছিপ নিয়েই চলছে তাদের গবেষণা।
কুড়িটি পরিবারের কর্মসংস্থান চলে ছিপ বানিয়ে। কিভাবে তৈরি হয় সেই ছিপ জানলেই অবাক হবেন ।
বাজারে গিয়ে মাছ কেনেন তো প্রচুর । কোন মরসুমে কোন মাছ ভালো ,কোন মাছ টাটকা, কোন মাছ বাসি এই নিয়ে আপনার অফুরন্ত জ্ঞান। তবেবে এমন অনেক মানুষই রয়েছেন যাদের বিস্তর আগ্রহ রয়েছে মাছ ধরা নিয়ে । সময় সুযোগ পেলেই চিপ নিয়ে চলে যান পুকুর ধারে। তবে যারা জানেন না তাদেরকে ফিরে আসতে হয় শুকনো ছিপ নিয়েই। আসলে মাছ ধরা ব্যাপারটায় ছিপ খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ধরার ছিপ বানিয়ে চলেছেন মেখলিগঞ্জের উচলপুকুরির গ্রাম পঞ্চায়েতের ব্যাধ পাড়ার প্রায় ২০ টি পরিবার। একেবারে নিজেো হাতে বুঝেশুনে মেপে ঝেকেই বানান ছিপ । সেই ছিপ পাড়ি দিচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।
Byte0;00-0;35–1;40
তবে ছিপ বানানো যে মোটেই সহজ কাজ তা কিন্তু একেবারেই নয় । বিস্তর খাটনি রয়েছে তার জন্য ।
Byte0;00-0;029 —1:16
ধীরেন ব্যাধ, মনোরঞ্জন ব্যাধরা জানাচ্ছেন
Byte 0;37-1;33 -1:40
Leave a Reply