শনিদেবের সবচেয়ে অপছন্দের ৫টি কাজ! যা করলেই ঘটবে মারাত্মক পাপ!
শনিদেবের সবচেয়ে
অপছন্দের ৫টি কাজ!
যা করলেই
ঘটবে মারাত্মক পাপ!
জুটবে ভয়ংকর শাস্তি!
ছারখার হবে সংসার!
ধুলোয় মিশবে সুখ, শান্তি!
কি সেই ৫টি কাজ?
যা ভুলেও করবেন না!
সমস্ত দেব দেবীদের মধ্যে সবচেয়ে রাগী হলেন শনি দেব। অনেকেই ভয়ে তার নাম পর্যন্ত নেন না। শনিদেবের অপর নাম বড় ঠাকুর। একবার শনির রোষে পড়লে জীবন পুরো বরবাদ। ব্যক্তির কর্মফলের উপর নির্ভর করে তিনি প্রতিক্রিয়া দেন। যিনি ভালো কর্ম করেন, শনিদেব তাঁকে ভালো ফল দেন। যিনি খারাপ কর্ম করেন শনিদেব তাঁকে খারাপ ফল দেন। তবে ৫টি কাজে শনিদেব খুব রুষ্ট হন। যদি কোনও ব্যক্তি ভুলেও সেই সব কাজ করে থাকেন, তাহলে তিনি শেষ। শনিদেবের কুদৃষ্টিতে তিনি মাটিতেও মিশে যেতে পারেন। তাই শনিদেবকে শান্ত ও সুখী রাখতে হলে, অবশ্যই এই ৫টি কাজ থেকে বিরত থাকা উচিত।
১)বিশৃঙ্খলাঃ শনি ঠাকুর বিশৃঙ্খলা পছন্দ করেন না। তিনি শৃঙ্খলবদ্ধ জীবন যাপনে অভ্যস্থ মানুষদের অধিক কল্যাণ করেন।
২) আমিষ আহারঃ শনিদেব নিরামিষ খাবার পছন্দ করেন। যারা অতিরিক্ত আমিষ খাবার খায় তাদের প্রতি শনিদেবের কুনজর পড়ে।
৩) অবলা প্রাণীদের প্রতি খারাপ আচরনঃ যারা নিরীহ প্রাণীদের প্রতি অন্যায় আচরণ করেন,তাদের প্রতি শনিদেব কুদৃষ্টি দেন।
৪) বড়দের অসম্মানঃ গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল নয় এমন মানুষদেরও পছন্দ করেন না বড় ঠাকুর। তাই যাদের আচার, ব্যবহার ভালো তারাই শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে পারেন।
৫) গরীব দুঃখীদের নিয়ে হাসি ঠাট্টাঃ যে সব মানুষ দরিদ্রের নিয়ে তামাশা করে, তাদেরকেও চরম অভিশাপ দেন শনিদেব।
তাই বড় ঠাকুরকে সন্তুষ্ট রাখতে হলে চেষ্টা করতে হবে এই ৫টি কাজ থেকে বিরত থাকার।
Leave a Reply