বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বিদ্যুতের লাইন কাটত যুবতী! ধরা পরতেই যা ঘটল, শুনলে শিউরে উঠবেন
বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে
বিদ্যুতের লাইন কাটত যুবতী!
বন্ধ হয়ে যেত সমস্ত বাড়ির
লাইট-ফ্যান!
অন্ধকারে ডুবে যেত গোটা এলাকা!
ঘুটঘুটে আঁধারে প্রেমিকের
সাথে সেরে ফেলত গোপন কাজ!
ধরা পরতেই
যুবতীর কপালে যা জুটল
শুনলে শিউরে উঠবেন!
রোজ রাতেই চলে যায় কারেন্ট। তাও আবার একটি নির্দিষ্ট সময়ে। ফলে অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। বন্ধ হয়ে যায় লাইট, ফ্যান পাখা। গরমে অতিষ্ঠ হয়ে পড়ে এলাকাবাসি। চারিদিকে খতিয়ে দেখেও লাভ হয়নি কিছুই। ইলেকট্রিক অফিসের লোকজন এসেও ঘুরে যায়। কোনও সমস্যাই খুঁজে পাওয়া যায় না। অবশেষে পাওয়া যায় কারেন্ট যাওয়ার আসল কারণ। যা শুনলে বিশ্বাসই হবে না আপনার। ভাববেন কারেন্ট যাওয়ার পেছনে এমন কারণও থাকতে পারে বুঝি!
আসলে গোটা এলাকার কারেন্ট যেত না, কারেন্ট ইচ্ছে করে বন্ধ করে দেওয়া হত। আর এই কাজটি করত এলাকারই একটি মেয়ে। রোজ সন্ধ্যের অন্ধকারে গোপনে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার জন্যই গোটা এলাকার লোডশেডিং করে দিত মেয়েটি।
বিশ্বাস না হলেও এটাই সত্যি। এমন ঘটনার সাক্ষী থাকল বিহারের বেতিয়া নামক একটি জেলা। জানা যায় সেখানকার নওতান নামক এলাকার এক যুবতীর সঙ্গে পাশের এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতাও তৈরি হয়। দুজনে এক সঙ্গে এক বাড়িতে কাজ করত। সেখান থেকেই দুজনের সম্পর্ক, ভালোবাসা। দুজনের মিলন স্থল হয়ে ওঠে মালিকের বাড়ির সাজানো গুছানো বাগান। সেখানেই চলত দুজনের প্রেমালাপ। এছাড়া আর কোথাও যাওয়ার জায়গাও ছিল না দুজনের। তাই দুজনের গোপন প্রেমের লীলা ভূমি হয়ে ওঠে মালিকের বাগানটি। সেখানেই দিনের পর দিন মেলা মেশা করত দুজনে। সাথে প্রেমের গোপনীয়তা রক্ষা করতে রোজ এলাকার কারেন্ট উড়িয়ে দিত ওই যুবতী। একদিন দুদিন নয়। টানা মাস কয়েক ধরে এমন করেছে ওই যুবতী।
তবে বেশিদিন চালানো যায়নি এই গোপন অভিসার। শেষমেশ ধরা পড়ে যায় এলাকাবাসীর হাতে। বাগানে প্রেম করতে গিয়েই ধরা পড়ে যায় এই যুগল। জানা যায় যুবতীর নাম প্রীতি ও যুবকের নাম রাজকুমার। দুজনের কাণ্ডে বেজায় চটে যায় ওই এলাকার লোকজন। যুবককে বেধড়ক উত্তম মধ্যম দিলেও ছেড়ে দেওয়া হয় যুবতীকে। তবে সমস্যার সমাধান করতে শেষ পর্যন্ত দুজনের বিয়ে দেওয়া হয়। প্রেমের জন্য গোটা এলাকার কারেন্ট উড়িয়ে দেওয়া সত্যিই বিরল। লায়লা মজনুর প্রেম কাহিনীকেও হার মানাবে প্রীতি ও রাজকুমারের প্রেম কাহিনী।
Leave a Reply