Nirbachob

নির্বাচন শেষ হবার পরও উত্তপ্ত মালদা।

তৃণমূল এবং বিজেপির সংঘাত চলছেই।

মালদার বুকে মহিলা বিজেপি প্রার্থীকে

চুলের মুঠি ধরে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

জনসমক্ষে মহিলা প্রার্থীর ব্লাউজ টেনে ছিঁড়ে দিয়ে চরম অপমান, লাঞ্ছনা।

 

Byte:0;00-0:14 —1:30 dariye

চলছিল দেদার ছাপ্পা। ছাপ্পা আটকাতে গেলেই বিজেপি প্রার্থীকে চুলের মুঠি ধরে মারা হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে চেয়ারম্যান সহ তার স্ত্রীকে মারার অভিযোগ । ভোট হবার পরদিনও বিশৃঙ্খলা থামবার কোন চিহ্ন নেই।

0;00-0;34 suee

একপক্ষের দাবি ছাপ্পা রুখতে গিয়েছিলেন বিজেপি কর্মী

আর তাতেই তৃণমূলের আক্রোশ এসে পড়ে বিজেপি প্রার্থীর উপর ।অন্যদিকে পাল্টা তৃণমূলের দাবি নির্বিঘ্নে ভোট হওয়ার পর গাড়িতে ব্যালোট বক্স তোলার সময় গাড়ি উল্টে দেয় বিজেপি। প্রিসাইডিং অফিসার কে মারাও হয় । গোটা ঘটনা ঘিরে তুমুল চঞ্চল্য এলাকায়। ঘটনায় আহত দুই কর্মী এখন ভর্তি বুলবুল চন্ডী গ্রামীন হাসপাতালে।

 

 

বিজেপি প্রার্থী তথা বৈদ্যপুর অঞ্চলের বিদায়ী প্রধান ববিতা ভৌমিকের অভিযোগ গতকাল শনিবার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করার সময় আনুমানিক সন্ধ্যা ছটা নাগাদ ১৫৭ নং বুথে ছাপ্পা ভোট করার চেষ্টা করে এবং বাধা দিতে তাদের সাথে বচসা হয় এরপরে ভোট শেষ হওয়ার পর রবিবার সকাল আটটা নাগাদ শাসকদলের লোকজন নিয়ে বিজেপি প্রার্থী ববিতা ভৌমিকের পার্বতী ডাঙ্গা বাড়ির পাশের রাস্তায় তার চুলের মুঠি ধরে কিল চড় দিয়ে মারধর করে

Byte0;00-0;34 dariyeee pink saree

পাল্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ কে ভিত্তিহীন বলে দাবি করেন উত্তর বৈদ্যপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশনি রায়, তিনি জানিয়েছেন গতকাল শনিবার ১৫৭ বুথে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সমস্ত ব্যালট বক্স গাড়িতে উঠানোর সময় বিজেপির দলবল গাড়ি উল্টে দেয় এবং ডিসাইডিং অফিসার কে মারধর করে বলে অভিযোগ করেন,, রবিবার সকালবেলা এলাকায় অশনি রায় সহ কয়েকজন চায়ের দোকানের চা খাচ্ছিলেন সে সময় ববিতা ভৌমিক তার লোকজনকে নিয়ে এসে তার কলার ধরে তাকে আঘাত করেন এবং তাকে এবং তার স্ত্রী সহ কয়েকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ,,

Byte1;11-1;56 khali gaa


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *