তৃণমূলের হাত থেকে বাঁচতে ভিন রাজ্যে পালালো সিপিএমের কর্মীরা।
1;02-1:15 punk chrk
ভিটে মাটি ছেড়ে এক কাপড়ে বাড়ি হল ছাড়তে।
Byte1;03-109 neel
ভোটকালীন সময়েই সিপিএম প্রার্থীদের বাড়ি ভাংচুর।
0;54-1;07 neel
ঘরছাড়া শতাধিক।
তৃণমূলের অরাজকতা বিশৃঙ্খলা শোসনের হাত থেকে বাঁচতে প্রতিবেশী রাজ্য অসমে পালালো একাধিক সিপিএম পরিবার । ভোটকালীন হিংসার দরুন স্ত্রী বাচ্চা নিয়ে রাতারাতি রাজ্য বদলাতে হলো একাধিক পরিবারকে। সিপিএম সমর্থক তারা তাই, ভোটকালীন সময়তেই তাদের বাড়ির দোকান করা হয়েছে ভাঙচুর। দক্ষিণ বালাভূত, উত্তর বালাভূত, চর বালাভূত এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এমনই অভিযোগ তোলা হয়েছে সিপিএমের ওই একাধিক পরিবারের তরফ থেকে ।
Byte0;00-0:41 pink chek
জানা যায়, অসমের ধুবড়ি জেলার অন্তর্গত ঝাপূজাবাড়ি তৃতীয় খন্ড সাইনালের কুঠি এলাকায় অনেকে আশ্রয় নিয়েছে নিজেদের আত্মীয়ের বাড়িতে। এক আধটা নয় একেবারে 400 পরিবার রীতিমতো ঘরছাড়া ,হয়েছে রাজ্য ছাড়া। এখন তাদের ঠিকানা ভিন রাজ্য। তাদের আত্মীয়ের বাড়ি। নিজেদের ভিটে জমি ছেড়ে অনির্দিষ্টকালের জন্য চলে যেতে হয়েছে তাদের ।
Byte0! 53-1;09 neel
জানা যায় অসহায় পরিবাররা ইতিমধ্যে প্রশাসনের কাছে সাহায্যের দাবি জানিয়েছে ।প্রশাসনের কাছে নিরপত্তা চেয়ে আবেদন জানান তারা।সিপিএম এর একটি প্রতিনিধি দল আসেন আশ্রয় নেওয়া কর্মীদের সাথে সাক্ষাৎ করতে। প্রতিনিধি দলে ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তমসের আলী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পুনেশর অধিকারী, জেলা কমিটির সদস্য অসীম সাহা সহ অন্যানরা।
অন্যদিকে এই অভিযোগ সম্পুর্ন অস্বীকার করেছে তৃনমূল।
Byte 0;12+0! 56tmc
Leave a Reply