রেলের পক্ষ থেকে এবার চালু করা হল বন্দে ভারত রেস্টুরেন্ট। ট্রেনের অপেক্ষায় স্টেশনে না বসে থেকে বন্দে ভারত রেস্টুরেন্টে বসে অবসর সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন পদের খাওয়া-দাওয়া মিলবে এখানে। বাঙালিয়ানা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন পদের খাবার থাকবে বান্দে ভারত রেস্টুরেন্টে। উত্তর-পূর্ব রেলের কাঠিয়ার ডিভিশনের পক্ষ থেকে পুরাতন মালদহের কোর্ট স্টেশন চত্বরে নতুন এই বন্দে ভারত রেস্টুরেন্ট চালু করা হল। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই রেস্টুরেন্ট চালু করা হয়েছে। সদরঘাট কোট স্টেশনের প্রবেশ পথেই রেলের পক্ষ থেকে এই রেস্টুরেন্ট খোলা হল। রেলের পক্ষ থেকে পরিকাঠামো তৈরি করে বেসরকারিভাবে লিজে দেওয়া হয়েছে এই রেস্টুরেন্ট। এখানে আমিষ নিরামিষ সমস্ত রকমেরই খাবার মিলবে বলে জানান রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।
নতুন এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিসিএম প্রশান্ত কুমার পি, এছাড়াও ছিলেন পুরাতন মালদহ কোট স্টেশনের ম্যানেজার প্রদীপ কুমার রায় সহ অন্যান্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা। সপ্তাহের প্রতিদিন এই রেস্টুরেন্ট খোলা থাকবে। এই রেস্টুরেন্টের স্পেশাল নিরামিষ থালি ও মটন হান্ডি। শীততাপ নিয়ন্ত্রিত এই মনোরম রেস্টুরেন্টে রেল যাত্রী ও স্থানীয়রা খাবার খেয়ে উপভোগ করতে পারবে।
ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশন চত্বরে পরিত্যক্ত ট্রেনের কোচ ব্যবহার করে রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। কাঠিহার ডিভিশনের পুরাতন মালদহ কোর্ট স্টেশনেও পরিত্যক্ত ট্রেনের কোচ দিয়ে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তবে এই রেস্টুরেন্টের অভিনবত্ব হচ্ছে পুরাতন ট্রেনের কোচকে বন্দে ভারত কোচের আদলে তৈরি করা হয়েছে। যা সম্ভবতই সাধারণ মানুষ থেকে রেল যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছে। এমনকি কোচের ভেতরেও শীত তাপ নিয়ন্ত্রিত থাকায় সেখানে বসে খাবার খাওয়ার সময় বন্ধে ভারত এক্সপ্রেস এর ওঠার অভিজ্ঞতাও হতে পারে সাধারণ মানুষের। তবে এই কোচ রেস্টুরেন্ট চলমান নয়। একই জায়গায় স্থির থাকবে।
Leave a Reply