অপারেশন থিয়েটারে মিলন হবে কত দিনে!
অত্যন্ত জটিল অস্ত্রোপচারে
গান গেয়ে উঠলেন গর্ভবতী মা।
যে কোন মুহূর্তে মৃত্যু ঘটতে পারে মা কিংবা সন্তানের
ভয় রীতিমতো হাত কাঁপছে চিকিৎসকদের
ক্রমশ দুর্বল হয়ে আসছে রোগীর স্নায়ু
তার মাঝে হঠাৎই গেয়ে উঠলেন গর্ভবতী মা
অপারেশন থিয়েটার তো নয়!
নিমেষের মধ্যে অপারেশন থিয়েটারে বদলে গেল চেহারা
চলছে কাটাছেঁড়া চলছে তার কন্ঠ।
না কোন বেসরকারি হাসপাতাল, না কোন সুপার স্পেশালিটি হাসপাতাল। একেবারেই সাধারণ সরকারি হাসপাতাল ।সেখানেই অপারেশন থিয়েটারে তৈরী হল অদ্ভুত এক মুহুর্ত। এবারো ঠিকানা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ।আবারো অসাধ্য সাধন করে দেখালো ডাক্তার পবিত্র বেপারী। অত্যন্ত জটিল অস্ত্রপাচার করে নতুন রেকর্ড গরলেন তিনি। তবে শুধুমাত্র তার হাতের জাদু নয়, এই মুহূর্ত , এই সাফল্যের পিছনে রয়েছে তার সেই রোগী স্বয়ং। যার ফলে তিন বছর ধরে দম্পতির দেখা স্বপ্ন হলো পূরণ । ঠিক কি হল? অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যেই গান গেয়ে উঠলেন গর্ভবতী মা । চলল অপারেশন সফল ও হল । কয়েক ঘন্টার সেই রোমা হর্ষক অভিজ্ঞতার কথা শুনলে অবাক হবেন আপনি।
শান্তিপুর হরিপুর এলাকার সংগীত শিল্পী গৌতম মন্ডল তার স্ত্রী চন্দ্রা পোদ্দার মন্ডলের প্রচন্ড রক্তক্ষরণ নিয়ে রাতে ভর্তি করার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। পূর্বের চিকিৎসা কাগজপত্র দেখে, হাসপাতাল থেকে জানানো হয় রোগীর কমপ্লিট প্লাসেন্টা প্লিডিয়া অর্থাৎ জরায়ুর ফুল প্রসব মুখে আটকে রয়েছে। এ ধরনের অপারেশনে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনার কারনে ব্লাড ব্যাংক হীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, অপারেশন করানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে ডাক্তার বাবুর প্রতি ভরসা ছিল তার। তাই জেনে বুঝেই ভর্তি করিয়েছিলেন এই হাসপাতালে।
Byte
তবে অপরেশন থিয়েটারের ভেতরের কথা জানতেন একমাত্র ডাক্তার ব্যাপারী এবং তার টিম। অপারেশন থিয়েটার থেকে বেরোতেই জানালেন সেই মুহূর্তের কথা। পরিস্থিতি যখন অত্যন্ত জটিল নিজেদের দুশ্চিন্তা অন্যদিকে পেশেন্টের রক্তচাপ স্নায়বিক দুর্বলতা কাটাতে তিনি রোগীর সঙ্গে অস্ত্রপ্রচারের সময় কথা বলেন। গান কবিতা জানা থাকলে, শুনতে চান, তখনই লালন ফকিরের সেই বিশ্ব বিখ্যাত গান মিলন হবে কত দিনে গাইতে শুরু করেন চন্দ্রা ।নিমেষের মধ্যেই বদলে যায় অপরেশন থিয়েটারের চিত্র। তারপরের জন্ম নেয় তাদের প্রথম সুস্থ সন্তান কন্যা সন্তান আত্মজা।
Byte
ছোট্ট আত্মজার পৃথিবীর প্রথম আলো দেখবার পিছনে যতখানি হাত রয়েছে ডাক্তার ব্যাপারীর। ঠিক ততখানি হাত রয়েছে তার মা চন্দ্রার। ডাক্তার ব্যাপারী জানান তার জীবনে যতগুলো কঠিন অপারেশন করেছেন তিনি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এই দিন। এমন স্নিগ্ধ এমন মিরাক্কেল! এই অপারেশন থিয়েটারের কাটানো তার কয়েক ঘন্টা চিরজীবন মনে থাকবে ডাক্তার বেপারীর।
র।
Leave a Reply