চোর বললেই গায়ে পড়ে ফোসকা।
চরম অপমান !
চোর বলার পরই জননেতা থেকে একেবারে ভিলেনের রূপ নেয় এই নেতা নেত্রীরা
নিমেষের মধ্যে পাল্টে যায় তাদের মুখের ভাষা
মমতা হোক কিংবা অভিষেক
এবার তো শুভেন্দুও
চোরের স্লোগান তুললে কেন ক্ষেপে জান তারা ?
কেন শুধুমাত্র চোর বললেই গায়ে লাগে তাদের?
বর্তমান রাজনীতিতে কোন দল বেশি করেছে চুরি কোন দল করেছে কম। কিংবা কোন নেতার পকেটে গেছে বেশি কাঠ মানি কোন নেতার কম। এই নিয়ে কাটাছেঁড়ার নেই কোন অন্ত। সবই ক্রমাগত প্রমাণ সমেত প্রকাশ্যে আসছে জনসাধারণের। ফলপ্রসূত গণতান্ত্রিক এই রাজ্যে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রকম বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের। এমনকি সেই তালিকা থেকে বাদ পড়েনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার প্রচারে বেরিয়ে জয় শ্রীরাম ধ্বনি শুনে চটে লাল হয়েছেন মমতা। তবে শুধুমাত্র মমতাই নন এই স্লোগানে সম্মুখীন হতে হয়েছে আরো একাধিক দলের শীর্ষ নেতৃতাদের . ।তবে কোন ধর্মীয় স্লোগান নয় তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একেবারে চোরের তকমা । কিন্তু জানেন কি কেন চোর বলতেই এত আতে ঘা লাগে তাদের? কেন চোর বলতেই মেজাজ হারিয়ে ফেলেন এই নেতা-নেত্রীরা ? ২০২১ সালে নৈহাটি, ভাটপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখেই জয়শ্রী রামের স্লোগান উঠেছিল । আর তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপ দেখতে পারে রাজ্যের মানুষ তা সকলের জানা। রীতিমতো ক্রিমিনালের তকমা দিয়ে দেন তিনি তাদের।
এছাড়াও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় কে জয় শ্রীরাম স্লোগান শুনলেই ঠোটে লাল হতে দেখা গিয়েছে। জা নিয়ে কম বিতর্ক হয়নি।
এই তালিকায় তার পরে যার স্থান তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দলের সেকেন্ড সুপ্রিম কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নবজোয়ার কর্মসূচিতে বেরিয়ে চোরের তকমা পান। রাস্তা দিয়ে কনভয় যাওয়ার সময় একেবারেই ভাইপো চোর বলে চিৎকার করে একজন । তারপরই দেখা যায় পরপর থেমে যাচ্ছে কনভয় গুলি।রীতিমতো দৌড়ে ছুটে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত ধাওয়া করছেন ওই ব্যক্তিকে। যদিও তারপর সেই ব্যক্তির নাগাল পাওয়া যায়নি। পরবর্তীতে ওই ব্যক্তি কে বিজেপি হিসেবে শনাক্ত করা হয়।
মূলত এই চিত্র রাজ্যের মানুষের কাছে যথেষ্ট পরিচিত।তবে গতকাল অন্য এক চিত্র দেখতে পাওয়া যায়। স্লোগান এক অথচ ভিন্ন মানুষের উদ্দেশ্যে।যেখানে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে চোর চোর বলে সম্বোধন করছেন কিছু লোক । তারপরে দেখা যায় অদ্ভুত সেই চিত্র । চোর স্লোগান তুলতেই কার্যত মেজাজ হারান শুভেন্দু অধিকারী, নিজের কোন ভয় থেকে মুখ বাড়িয়ে দেখবার চেষ্টা করেন কারা করছে এমন। তীব্র বিরক্তি প্রকাশ। কড়া ভাষা দেখা যায় এদিন তার মুখে।
Leave a Reply