প্রভাবশালীদের ভিড়ে।
পঞ্চায়েত ভোটে বামেদের তুরুপ এই ভ্যানচালক।
এই ভ্যানচালকই এবার পঞ্চায়েত ভোটে বামেদের প্রার্থী
পঞ্চাশের কোটা পেরলেও কমেনি আত্মবিশ্বাস
দমেনি বিন্দুমাত্র নীতি কিংবা আদর্শ
পঞ্চায়েত ভোটে জিতলেও ভ্যানচালকই থাকতে চাই
মানুষের জীবনে বাঁচার জন্য কি দরকার? খাদ্য পোশাক, বাসস্থান ,আর ভালোভাবে বাঁচার জন্য দরকার নীতি. আদর্শ । এই পঞ্চায়েত প্রার্থীর নীতি এবং আদর্শই তার জেতবার কৌশল। নপঞ্চায়েত ভোটে ক্ষমতা দখলের লড়াইতে যখন নেমেছে একাধিক প্রভাবশালীরা, ঠিক সেই মুহূর্তেই বামেদের প্রতীক চিহ্ন নিয়ে মাঠে নামছে এই ভ্যানচালক।
2:15-2:21 —2:25
। এবারের পঞ্চায়েত ভোটে হাওড়ার থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতে ১১৫ নম্বর পার্টে প্রার্থী হয়েছে আক্তার আলী আনসারী। পেশার ভ্যান চালক হলেও মানুষের সেবা করতে চান বলেই এবারে প্রার্থী হয়েছেন। সকালে ও বিকালে পেশার ফাঁকে তিনি নিজের প্রচার সারছেন।প্রচারেও সেই রকম কোনও জাকজমক ছাড়াই প্রচার সারছেন এই সিপিএম প্রার্থী।
0:26-0;44-2;25
পঞ্চাশের কোটা পেরিয়ে গিয়েছে তার খাটিয়ে শরীর। আজও পছন্দ করেন নিজের কাজ নিজেই করতে । তিনি নিজে প্রান্তিক স্তরের মানুষ। গরিব দরিদ্র মানুষদের দুঃখের কথা তিনি জানেন, বোঝেন, অনুভব করেন । তাই তিনি জানেন ভোটে জিতলে কি কি করতে হবে তাকে। এলাকার জল নিকাশি ব্যবস্থা ভালো নয় এছাড়াও রয়েছে একাধিক সমস্যা। পঞ্চায়েত ভোটে জিতলে সবার আগে মানুষের দুর্ভোগ মেটাবেন বলেই নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি
1;14-1;36—2:08
স্থানীয় বাসিন্দা শের মহম্মদ বলেন, ‘byte
0:55-1:40 sada
তবে ভোটে জিতলে নিজের জীবন পাল্টাতে চান না তিনি। ভ্যান চালিয়ে সারা জীবন খেতে চান, লড়ে যেতে চান যেভাবে লড়ছেন।
0!:37+0;43 –2:08
শাসক দলের সংগঠিত অর্থপুষ্ট প্রচার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে নিজের রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচিকে কতটা তার নির্বাচকমন্ডলীর কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে তার উপরেই নির্ভর করেছে থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের ১১৫ নম্বর পার্টের সিপিএম প্রার্থী আক্তার আলীর নির্বাচনী ভবিষ্যৎ। তবু নিজের জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়েই ‘দিন আনি দিন খাই তবু জিতলে ভ্যান চালিয়েই মানুষের কাজে যুক্ত থাকবো।’- দাবি থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত প্রার্থী ভ্যানচালক।
Leave a Reply