বাস কন্ডাক্টরদের দাদাগিরির দিন শেষ! আর করতে পারবে না, খুচরো নিয়ে ঝামেলা, আসছে নতুন নিয়ম

বাস কন্ডাক্টরদের দাদাগিরির দিন শেষ! আর করতে পারবে না, খুচরো নিয়ে ঝামেলা, আসছে নতুন নিয়ম

বাস কন্ডাক্টরদের
দাদাগিরির দিন শেষ!

আর করতে পারবে না
খুচরো নিয়ে ঝামেলা!

ধরতে পারবে না
যাত্রীদের কলার!

খুচরো না থাকলেও
নামিয়ে দিতে পারবে না
কোনও যাত্রীকে!

লাগু হচ্ছে নতুন নিয়ম!
যা থামিয়ে দেবে যাত্রী কন্ডাক্টরের
হাতাহাতি-রেষারেষি!

আজকাল বাসে উঠলেই চোখে পড়ে এক দৃশ্য! কন্ডাক্টর আর যাত্রীদের মধ্যে তুমুল হাতাহাতি! শুধুই কি হাতাহাতি, একই সাথে চলে কলার ধরে টানাটানি। সঙ্গে চলে অকথ্য মুখের ভাষার আদান প্রদান। এই সমস্ত ঝামেলার কারণ একটাই খুচরো! খুচরোকে কেন্দ্র করেই, দু পক্ষের রেষারেষি। বাস কন্ডাক্টর ও যাত্রী উভয়েরই একই অভিযোগ। তারা জানান, অনেক সময় খুচরো না থাকার কারণে বিপাকে পড়ে যান উভয় পক্ষ। যাত্রীদের অভিযোগ, কিছু কিছু ক্ষেত্রে ছোট নোট কিংবা খুচরো টাকা হাতের কাছে থাকে না। ফলে পাঁচশ, হাজার টাকার নোট বাধ্য হয়েই কন্ডাক্টরকে দিতে হয়। এদিকে এই বড় নোট খুচরো করতে গিয়েই বিপাকে পড়ে যান বাস কন্ডাক্টররা। তাদেরও অগণিত যাত্রীর খুচরোর আবদার মেটাতে হিমশিম খেতে হয় , ফলে শুরু হয় বচসা।

এই সমস্যা থেকেই সুরাহা দিতেই অভিনব উদ্যোগ নিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠন। এমন উদ্যোগ নিয়েছে যেখানে বাস কন্ডাক্টর ও যাত্রী উভয়ের ঝামেলা মিটে যাবে। উভয় পক্ষেরই উপকার হবে।

কি সেই উদ্যোগ?

এবার থেকে, বাসে উঠলে অনলাইনেও ভাড়া কাটতে পারবেন। যত বড় নোটই হোক না কেন, চিন্তার কোনও কারণ নেই। খুব শীঘ্রই চালু হতে চলেছে কিউ আর কোড বেসড টিকেটিং ব্যবস্থা।

কীভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি?

এর জন্যে একটি এপস তৈরি করা হচ্ছে। যাত্রীরা গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটিতে, কত নম্বর বাস কোথা থেকে কোথায় যাবে তা উল্লেখ থাকবে। সেই বুঝেই যাত্রীরা টিকিট কাটতে পারবেন। আর সেই টিকিটের দাম, যাত্রীদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। টিকিট কাটা হলেই, যাত্রীদের মোবাইলে একটি মেসেজ চলে যাবে। একই সাথে বাসের ভেতরেও থাকবে, কিউআর কোড স্ক্যান। বাসের ৩০টি জায়গায় এই কিউ আর কোড স্ক্যানার বসানো থাকবে। সেখান থেকেও এপসের মাধ্যমে ওই কিউ আর কোডটি স্ক্যান করে টিকিট কাটার কাজ ও ভাড়া পরিশোধের কাজ সারতে পারবে যাত্রীরা।

এই এপসটি যাত্রী ও কন্ডাক্টরদের সমস্যা কীভাবে মেটাবে?

এই এপসটির সাহায্যে যাত্রী ও কন্ডাক্টর উভয়েরই খুচরোর সমস্যা মিটবে। পাশাপাশি বাসের টিকিট চুরি বা টাকা চুরি করার প্রবণতাও কমবে। যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে কথা কাটাকাটির পরিমাণ কমবে।

কবে থেকে চালু হবে এই পরিষেবা?

এখনও এই পরিষেবাটি শুরু হয়নি। জানা গিয়েছে, পুজোর আগেই শুরু হবে এই পরিষেবা। পরিষেবাটি চালু হবে, নিউটাউন, সল্টলেক রুটের বাসে। মূলত এসি বাসেই এই পরিষেবা উপলব্ধ থাকবে। অর্থাৎ বেসরকারি বাসে এই পরিষেবা দেখা যেতে চলেছে। আপাতত সরকারি বাসে এই পরিষেবা চালু করার কোনও উদ্যোগ নেই।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *