কি এমন রোগ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের? যে কারণে এত অসুস্থ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রোগ শুনলে ভিমরি খাবেন

কি এমন রোগ হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের? যে কারণে এত অসুস্থ, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রোগ শুনলে ভিমরি খাবেন

কি এমন রোগ হয়েছে
বুদ্ধদেব ভট্টাচার্যের?

যে কারণে এত অসুস্থ,
এত ভুগছেন!
শারীরিক পরিস্থিতি ভয়াবহ!

রাখতে হল ভেন্টিলেশনে!
দেওয়া হল কড়া ডোজের ঔষধ!

ঠিক কি করেছেন তিনি
যে কারণে অসুস্থ হয়ে পড়লেন?

গুরুতর অসুস্থ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শহরের স্বনামধন্য হাসপাতাল উডল্যান্ডসে ভর্তি করানো হয়েছে তাঁকে। সূত্রের খবর, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি এখনও। রক্তচাপ ওঠানামা করছে, অক্সিজেনের মাত্রা কখনও বাড়ছে, কখনও কমছে! চিকিৎসকেরা চোখে চোখে রাখছেন বুদ্ধদেব বাবুকে।

ঠিক কি হয়েছে বুদ্ধদেব বাবুর?

সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূলত ফুসফুসে সংক্রমণ হয়েছে। ফুসফুসে কফ জমে ভয়ংকর আকার ধারণ করেছে। ইতিমধ্যেই সেই কফ নেবুলাইজেশন করা হয়েছে। সেই সাথেই বুদ্ধদেব বাবুকে চেক আপ করে দেখা গেছে, তার শরীরে ক্লেবশিয়েলার নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। বুদ্ধদেব বাবুর শরীরে এই ক্লেবশিয়েলার নামক ব্যাকটেরিয়ার বাড় বাড়ন্ত মারাত্মক আকার ধারণ করেছেন। ক্লেবশিয়েলার এতটাই ভয়াবহ যে প্রাণঘাতীর সম্ভাবনা পর্যন্ত বাড়িয়ে দেয়।
চিকিৎসা বিজ্ঞানে দাবি করা হয়, ক্লেবসিয়েলার ব্যাকটেরিয়ার সংক্রমণে রোগীর মারাত্মক নিউমোনিয়া হতে পারে। ফুসফুসে একবার এই ব্যাকটেরিয়ার পৌঁছলেই সেটি খুব দ্রুত বিভাজিত হয়ে সংখ্যায় বেড়ে যায়। এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত, রোগীর থুতু, কফ, লালা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে সুস্থ ব্যক্তির শরীরেও।

বুদ্ধদেব বাবুর এমনটা হওয়ার কারণ কি?

ক্লেবসিয়েলার ব্যাকটেরিয়ার সংক্রমণের অনেক গুলো কারণের মধ্যে একটি হল স্মোকিং অর্থাৎ ধূমপান। অতিরিক্ত ধূমপান এই ব্যাকটেরিয়া জন্মানোর অন্যতম কারণ। রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্য এক সময় ভয়ংকর চেইন স্মোকার ছিলেন। তিনি এক দিনের এত সিগারেট খেতেন যা সংখ্যায় গুণে বলা যাবে না। মাত্রার বাইরে গিয়ে তিনি ধূমপান করতেন। তার ফলে বুদ্ধদেব বাবুর শরীরে সিওপিডি রোগ বাসা বাঁধে। এটি ফুসফুসের একটি রোগ। সিওপিডি থেকেই ক্লেবসিয়েলার ব্যাকটেরিয়া জন্মানোর একটি জোরালো সম্ভাবনা থাকে। বুদ্ধদেব বাবুর ক্ষেত্রেও এমনটাই হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *