অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে চরম কটাক্ষ কুণাল ঘোষের! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আদিখ্যতা হচ্ছে, দাবি কুণালের, ক্ষেপে লাল আমজনতা
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে
চরম কটাক্ষ কুণাল ঘোষের!
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে
আদিখ্যাতা হচ্ছে!
মহাপুরুষ বানানো হচ্ছে!
কুণালের মন্তব্যে
ক্ষেপে লাল শাসক থেকে বিরোধী!
রেগে কাঁই আমজনতা!
বুদ্ধদেব বাবুকে দেখে এলেন
নওশাদ থেকে শুভেন্দু!
এখনও যাননি কুণাল!
ঠিক কি বলেছেন
কুণাল ঘোষ?
গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে ওঠার জন্য প্রাণপণ লড়ে যাচ্ছেন মানুষটা। কখনও অক্সিজেনের মাত্রা কমছে, কখনও বা কমছে! সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে কাটছে প্রতিটা মুহূর্ত। উদ্বিগ্ন দায়িত্বরত চিকিৎসকেরা। গোটা দেশ প্রার্থনা করছে মানুষটার সুস্থতার আশায়। দলমত নির্বিশেষে
তাঁকে দেখতে যাচ্ছেন সকল নেতা–নেত্রীরা। শাসক থেকে বিরোধী সকলেই তার দ্রুত আরোগ্য় কামনা করছে। ঠিক এই সময় দাঁড়িয়ে, কুণাল ঘোষ বাঁধালেন বড়সড় ক্যাচাল। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন, যাকে ঘিরে শোরগোল পড়েছে গোটা রাজ্যে। বুদ্ধদেব ভট্টাচার্যের এহেন শারীরিক পরিস্থিতির সময়, কুণাল ঘোষের কাছে থেকে এমন মন্তব্য কেউ আশা করেনি।
ঠিক কি লিখেছেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে লিখেছেন-
( লেখায় দেখিও )
‘বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে। এই বুদ্ধদেববাবুই তো জ্যোতিবাবুর গোটা সরকারকে চোরেদের মন্ত্রিসভা বলে ছেড়ে চলে এসেছিলেন।’’
কুণাল বাবুর বলা- ‘আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না।’ – এই লাইনটিকে ঘিরেই তৈরি হয়েছে জোর বিতর্ক। আমজনতা থেকে বিরোধী শিবির সকলেই এক যোগে বিঁধছেন কুণাল ঘোষকে। এই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
কুণাল ঘোষকে নিশানা করে বলেন-
( লেখায় দেখিও )
‘বুদ্ধবাবুর দিকে আঙুল তুলে কেউ চোর বলতে পারবেন না। তাঁর আরোগ্য কামনা করলে কারও যদি আদিখ্যেতা মনে হয়, তাহলে সেটা তাঁর রুচির বিষয়।’
চুপ থাকেননি কুণাল ঘোষ। জবাবে সুকান্ত মজুমদারকে ‘কালকের ছেলে’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র।
ইতিমধ্যেই, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যান রাজ্যসভা সিভি আনন্দ বোস, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি-সহ আরও অনেকেই। কিন্তু এখনও পর্যন্ত একবার যাননি, কুণাল ঘোষ। কেন যাননি সেই বিষয়ে জানান-
( লেখায় দেখিও )
‘বুদ্ধদেববাবু অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন। বিভিন্ন সাপোর্ট সিস্টেম কাজ করছে। এখন হাসপাতালে দেখতে গেলেই বিরাট কিছু সেখানে হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত খোঁজখবর রাখছেন। দায়িত্বশীল অভিভাবিকার মত বুদ্ধদেব ভট্টাচার্যের খোঁজখবর রাখছেন।’
Leave a Reply