একই নাম অথচ প্রার্থী আলাদা আলাদা।
এই বুথে তৃণমূল এবং বিজেপির দুই প্রার্থীর নামই একই।
মুখ আলাদা প্রতীক চিহ্ন আলাদা।
অথচ নাম একই হওয়াতে
চরম বিভ্রান্তিতে গ্রামের মানুষ।
কাকে ভোট দেবেন?
মুখ না দেখলে বুঝতেই পারছেন না কে কোন দলের!
এ কেমন প্রার্থী ! শাসক দল এবং রাজ্যের বিরোধী দল, দুই দলের প্রার্থীর নাম একই। অথচ প্রার্থী আলাদা আলাদা। প্রচারে বেরিয়ে জানা গেল গোল মেলে ব্যাপার।বর্ধমান ১ ব্লকের নেড়াগোয়ালিয়া গ্রামের জেলা পরিষদের আসনে বিজেপি আর তৃণমূলের প্রার্থীর নাম এক। তৃণমূলের হয়ে এই আসনে প্রার্থী হয়েছেন মনিকা বাগ। আবার এই একই আসনে বিজেপির প্রার্থীর নামও মনিকা বাগ। ।
Byte0;00-0;027 purple saree
পঞ্চায়েত ভোটের আগে প্রচারে বেরিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল ।সেই মর্মে প্রচার চালাচ্ছে বিজেপির তৃণমূল কিংবা কংগ্রেস ,সিপিএম । সেই প্রচারে গিয়েই দেখা গেল অদ্ভুত ঘটনা, তৃণমূলের লোকেরা এসে বলছে ভোট দিন তৃণমূলে মনিকা বাগকে আবার বিজেপির লোকেরা এসে বলছে বিজেপির মনিকা বাগকে ভোট দিন এবারের ভোটে, । তাতেই রীতিমতো মাথা খারাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের । কাকে ভোট দেবেন? দু পক্ষের প্রার্থীর নামই তো একই? যা নিয়ে প্রচারে রীতিমতো সমস্যায় পড়েছিলেন দুপক্ষ। মনে আশঙ্কা কোনভাবে যদি এদিককার ভোট ওদিকে চলে যায়! যদিও এ প্রসঙ্গে তৃণমূলের দাবি
। এই আসনে জয় নিয়ে আমাদের কোন সংশয় নেই।
Byte0:20-0;35 chek chek
। অন্য দিকে বিজেপি নেতৃত্বের দাবি এলাকার লোকেরা অনুন্নয়ণের প্রশ্নে আমাদের প্রার্থী মনিকা বাগ কে ভোট দেবেন। নাম কাকতালীয়ভাবে এক হয়ে গিয়েছে। তাতে কিছু হেরফের হবে না।
Byte
Leave a Reply