Police

রাজ্য সরকারের প্রকল্প হাতিয়ার করে, ভোট চাইছেন সিপিএম কর্মী।

বার্ধক্য ভাতা পাচ্ছেন লক্ষীর ভান্ডার

বাড়ি বাড়ি গিয়ে বাড়ির মা বোনেদের এই কথাই জিজ্ঞাসা করছেন বামপন্থী এই কর্মী।

রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম উল্লেখ করেই ভোট চাইছেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে শেষ পর্বে বিতর্কিত চিত্র ক্যামেরার সামনে।

 

 

রাজ্য সরকারের চর্চিত একাধিক প্রকল্প যেগুলিকে হাতিয়ার বানিয়েই বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে তৃণমূল কংগ্রেস । আবার সেই প্রকল্পগুলিকে উল্লেখ করে যারা প্রকল্পের সুবিধা পাইনি সেই বিষয়কে তুলে ধরেই ভোট চাইছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এর মাঝেই এক বিরল ঘটনা ঘটলো মালদহের ইংরেজবাজারে। মালদার ইংরেজবাজারের জেলা পরিষদের 32 নম্বর আসনে বামপন্থী যে প্রার্থী ,তিনি নাকি বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্প যেমন লক্ষী ভান্ডার বার্ধক্য ভাতা নিয়ে জিজ্ঞাসা করছেন মানুষকে। জিজ্ঞাসা করছেন বার্ধক্য ভাতা কিংবা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা! তা দেখে অবাক গণমাধ্যম।

0;043- footge pink saree

 

উল্লেখ্য মালদহ জেলা পরিষদে আসন রয়েছে ৪৩টি।এরমধ্যে মালদহের ৩২নম্বর জেলা পরিষদ আসনে ঐ বুথে এবারে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী কৃষ্ণ সুতা ঘোষ। তিনি নাকি প্রচারে গিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের নাম উল্লেখ করে প্রচার চালাচ্ছেন । অথচ সে যে দলের প্রতীক চিহ্ন নিয়ে মাঠে নেমেছে তা একেবারেই সরকারবিরোধী।অন্যদিকে সেই একই বুথে বামফ্রন্টের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে তৃণমূলেরই প্রার্থী লিপিকা ঘোষ বর্মন সেও প্রচারে গিয়ে বলছে সেই দিদির উন্নয়নের কথাই ।

Byte tmc

 

অবাক করার বিষয় তৃণমূলের প্রার্থী যখন এসে দিদির একাধিক প্রকল্পের গুনোগান গেয়ে ভোট পেতে চাইছে ঠিক তখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অর্থাৎ কৃষ্ণ দেবী তার মুখেও শোনা যাচ্ছে সেই প্রকল্পের কথা। তাই কার্যত অবাক করেছে সাধারণ মানুষকে।

একদিকে যখন রাজ্যের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামেদের মধ্যে চিরদিনের সংঘাত ।বারংবার আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের দুর্নীতি নিয়ে সড়ব হয়েছে বামেরা । ঠিক তখনই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে নিয়েই ভোট চাইতে দেখা গেল এই প্রার্থীকে তারপরেই কার্যত শুরু হয়েছে বিতর্ক ভোটের আগে শেষ মুহূর্তে এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে মালদহে।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *