Majhe

বাবা মাকে লুকিয়ে ,পড়াশুনো মাঝপথে ছেড়ে

পঞ্চায়েত প্রধানের লড়াইয়ে সিপিএম প্রার্থী ।

মাত্র 22 বছর বয়সেই পঞ্চায়েত প্রধানের লড়াইয়ে।

দুর্নীতি মুক্ত করতে,

বাবার বয়সী তৃণমূল প্রার্থীর সঙ্গে লড়তে নেমেছেন এই প্রার্থী।

 

1:53-1:12

রাজনীতি এমনই এক জিনিস যা একেবারে ছাত্র, অবস্থাতেই আমাদের মধ্যে বীজ বপন করতে শুরু করে। নীতি আদর্শ এসবই গড়ে তোলে রাজনৈতিক মনন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই আমাদের মনে নতুন কিছু করবার চিন্তাধারা জাগে । তেহট্ট বেতাই দু নং গ্রাম পঞ্চায়েতের ১৭৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সৌরনীল সরকার এবারে সিপিএমের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান হওয়ার লড়াইয়ে দাঁড়িয়েছে। মাত্র ২২ বছর বয়সে পড়াশোনা করতে করতেই সমাজের জন্য নিজেকে সমর্পিত করতে চায় সৌরনীল ।

Byte0;00-0;31

 

চলছিল পড়াশুনো তার সাথেই সমাজের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে চর্চা । এর মাঝে কখন যে রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছে সৌরনীল তা সে নিজেও জানে না। তবে পঞ্চায়েত প্রধানের লড়াইয়ে বামেদের পক্ষ থেকে লড়তে চায়। এ কথা ছিল মনে আগেভাগেই ঠিক করেছিলেন এবারের পঞ্চায়েত ভোটেই লড়বেন বামেদের হয়ে। তবে ছেলের রাজনীতি প্রতি এতখানি আকৃষ্ট হচ্ছে তা একেবারে জানতেন না বাবা-মা ।

ময়দানে এবারের বামেদের হয়ে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছে সৌরনিল। বাবা জানার পর ছেলেকে জিজ্ঞেস করে জানিস তুই কার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিস ??”’ ছেলের জবাব, ‘ নেতা নয় লড়াই নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি

Byte2:18-2;33

। সৌরনিলের বিপক্ষে রয়েছেন শাসক দলের সদ্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান সঞ্জিত পোদ্দার , তিনি যদিও সৌরনীল কে প্রতিযোগী হিসেবে দেখছে না। উনি বলেন বামেদের হার নিচ্ছিত বুঝেই একটা বাচ্ছা ছেলেকে প্রার্থী করে দিয়েছে, সৌরনিল কে স্নেহ করি। তবে অবশ্য বামেদের দাবী সৌরনিলই জিতবেন

Byte0;18+0;43

অন্যদিকে তেহট্ট CPI(M) দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস বলেন সঞ্জিত পোদ্দারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকার আর্থিক বেনিয়মের অভিযোগের মামলা রুজু করেছিলেন তৃণমূল সরকার, তাঁর বিরুদ্ধে আমাদের প্রার্থী মেধাবী, শিক্ষিত, সাহসী।

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *