Prochar

0;25+0;39-2:52

 

 

ফের প্রচআরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার বিষয় একেবারে সরাসরি বিতর্কিত মন্তব্য। মঞ্চে উঠে বেশ কিছুক্ষন ও লাভলী চলার পরেই আসল রূপ ধরলেন মদন । পঞ্চায়েত নির্বাচনে ৮০০ রও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা নিয়ে একাধিক প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এদিন সামনে থাকা এক কেন্দ্রীয় বাহিনী কে দেখে সরাসরি তিনি বলেন ওরা বাংলা বোঝেনা ওরা বাড়িতে আসলে যত্ন আত্তি করুন। তবে ওদের বলে দেবেন দিল্লি গিয়ে মোদীজি কে বলে আসতে ভোট পাবে না বিজেপি।

3;10-4;05 —-4

“ভোট ফুরলেই বাহিনী চলে যাবে। থাকবে তৃণমূলই ।” বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্যাঙকান্দিতে ভোট প্রচারে এসে এমন মন্তব্য করলেন মদন মিত্র। মদনের হুঁশিয়ারি, ” তৃণমূল যদি মনে করে তাহলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই বাংলা ফাঁকা করে দিতে পারে। কিন্তু দলের সিদ্ধান্ত কোথাও কোনও মারামারি করবে না তৃণমূল।”

2;36-2;50

 

মদন মিত্র বলেন, ” ভোট তো হয়ে গিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই। তবুও আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না। লড়াই চালিয়ে যেতে হবে। ”

1;07-1;13— 2:52


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *