Toob

তলব এড়িয়ে
মমতা স্টাইলেই প্রচার চালালো সায়নী।
গ্রাম বাংলার প্রত্যন্ত মানুষদের সাথে মিশে গিয়ে
চলল পঞ্চায়েতের প্রচার।
কখনো ছোট্ট নিষ্পাপ শিশুর গালে আদর।
কখনো গ্রাম বাংলার মা বোনেদের হাত ধরে প্রতিশ্রুতি। মুখে মন্ত্র
শীত গ্রীষ্ম কিংবা বর্ষা
মমতা একমাত্র ভরসা।
ঠিক যেন দ্বিতীয় মমতা ।
সায়নী কে দেখেই জনজোয়ার
চললো রেলি।

রাজ্য জুড়ে চলছে পঞ্চায়েতের প্রস্তুতি পর্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে নেতা-মন্ত্রীরা নিজেদের দলের হয়ে প্রচার চালাচ্ছে দিবারাত্র। পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের এদিন পঞ্চায়েত প্রার্থীর হয়ে প্রচারে যান তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষ । চলে প্রচার। বিপুল জনসমাগমের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয় । অন্যদিকে বর্ধমানের গলসি ব্লকের বিভিন্ন গ্রামে ভোট প্রচার আসেন রাজ্যের যুব সভানেত্রী সায়নী ঘোষ।
এদিন গলসি চৌমাথা মোড় থেকে রেলি করে গলসী ব্লকের বিভিন্ন গ্রামে ঘুড়ে তৃণমূলের ভোট প্রচার সারেন সায়নী। প্রচারে, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কণ্যাশ্রী, যুবশ্রী, সহ রাজ্যের উন্নয়ের বিষয় নিয়ে গ্ৰামবাসী দের কাছে প্রার্থীর হয়ে ভোট চাইছেন সায়নী।

0;00-0;40
এদিনই র‍্যালিতে নিজ ছন্দেই প্রচার চালান সায়নী।গ্রামের মা-বোনেদের নিয়ে ক্রমশ এগিয়ে চলেন হুট খোলা গাড়ি ও এগিয়ে চলে ক্রমশ। তার গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হয় ফুল । তখন গাড়ি ঘিরে সাধারণ মানুষের ভিড়।সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো থেকে শুরু করে গ্রামের মা বনেদের মা বলে সম্মোধন। একেবারে দুধের শিশুকে আদর করতে দেখা যায় এদিন তাকে।
Footge ador
এদিন তাকে দেখলে এক কথায় মনে হবে যেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মতন গ্রামের মা-বোনেদের বুকে টেনে নেন তিনি।
অন্যদিকে একদিকে যখন সায়নীর রালিতে জনসমাগম ঠিক তখনই এখানে এসেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের প্রসঙ্গ পিছু ছাড়লো না সায়নীর। কেন গেলেন না তিনি তলবে ্? এ প্রসঙ্গে সায়নের বক্তব্য শুনুন।
0;00-0;34


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *