Karon

কোন কারন ছাড়াই নির্দল প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে গেল পুলিশ।

স্ত্রী ভোটে দাঁড়াতে স্বামীকে যেতে হলে শ্রী ঘরে

নির্দলের পক্ষ থেকে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী

চলছিল ভোটের প্রচার।

ভোটের দুদিন আগে নির্দল প্রার্থীর স্বামীকে গ্রেফতার করল পুলিশ।

কোন কারন ছাড়াই গ্রেফতার।

অভিযোগ জিজ্ঞাসা করতেই নেই কোন সদ উত্তর।

 

পঞ্চায়েত ভোটের আগে মাত্র আর দুদিন বাকি। তার আগেই দিকে দিকে চলছে প্রচারের শেষ পর্ব । ঠিক সেই মুহূর্তেই দুর্গাপুর অভয়নগর দুই ১৩৩ নম্বর পার্টের নির্দল প্রার্থী ঝুমা নাথের স্বামীকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করল পুলিশ। ঝুমা নাথের স্বামী হেমন্ত নাথ কে এদিন তুলে নিয়ে যায় স্থানীয় পুলিশ। কোন কারণ জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনা প্রশাসন । এই ঘটনা ঘিরে তুমুল চঞ্চল এলাকায়।

 

কোন কারন ছাড়াই হঠাৎই এই গ্রেফতার কেন ?এই প্রশ্ন করাতে কোন সদর উত্তর দিতে না পারাতেই যথারীতি এর মধ্যে রাজনীতির রং খুঁজে পেয়েছে নির্দল প্রার্থীরা.।তাদের মতে শাসক দল পুলিশি সাহায্যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টায় করছেন । পুলিশ আসলে সরকারের দলদাসে পরিণত হয়েছে । ভোটের আগে বিরোধীশূন্য করতে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে তারা , প্রার্থীর স্বামীকে তুলে নিয়ে যাওয়াও তার মধ্যে অন্যতম ।

0! 35-1;01 ্। purple mohila

অন্যদিকে মঙ্গলবার রাত্রে হেমন্ত নাথ তার সঙ্গী গুড্ডু নামে এই দুজনকে অ্যারেস্ট করেন নিশ্চিন্দা থানার পুলিশ। কিন্তু কি কারনে এরেস্ট এখনো পর্যন্ত পরিষ্কার বলতে পারছেন না থানার ওসি।এলাকায় নির্দল প্রার্থী ঝুমা নাথ ঘনিষ্ঠ একাধিক কে গ্রেফতার করছে পুলিশ।

0;45-1;23 green

ঝুমা দেবীর দাবি তিনি নমিনেশন ফাইল করার পর থেকেই তার বাড়ির সামনে গভীর রাতে বহিরাগতদের আনাগোনা রয়েছে তার সঙ্গে তার অঞ্চলে যেখানে যেখানে তার পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টার গুলো ছিড়ে ফেলে দেওয়া হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে শাসক শিবির আতঙ্কে রয়েছে হেরে যাওয়ার ভয়। নির্দল প্রার্থী হিসেবে পরিতোষ গাইন ও অমলেন্দু মন্ডল এই একই কথা জানালেন।

1:23-1:37 green

তবে নির্দল প্রার্থীদের দাবিকে নস্যাৎ করেছে তৃনমূল।

0;30-0;50

তবে নিজেদের জেতা নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। জিততেই মাঠে নামছি এদিন তেমনি দাবি করেন তারা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *