Alada slada

আলাদা আলাদা মনোনয়নপত্র

আলাদা আলাদা প্রার্থী।

অথচ ভোট আসতেই পাল্টি।

আলাদা আমরা বলেও বিজেপি কংগ্রেসের দুই প্রতিদন্ধী মেলালো হাত ।

পঞ্চায়েত ভোটের আগে নতুন জোট হাতে পদ্ম

কংগ্রেস বিজেপি বিরোধী নয়

প্রতিদ্বন্দ্বী বলেও

দেওয়াল লিখনে জোটের কথা বহিঃপ্রকাশ

 

 

 

যত কান্ড মুর্শিদাবাদে ।বাম কংগ্রেসের পর এবার কংগ্রেস বিজেপি অর্থাৎ কং রাম। না কোন নোটিশ না কোন বিজ্ঞাপন, না কোন জানাজানি । আলাদা আলাদা প্রার্থী দেয়ার পর দেওয়াল লিখন হল রাম কংগ্রেস জোট প্রার্থী

দুই সদস্যকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেওয়ালে তুলির টান পড়তেই রীতিমতো শোরগোল পড়েছে যশহরি আনুখা এক নং গ্রাম পঞ্চায়েতে। একই দেওয়ালে উপর নীচে লেখা নাম। মাথায় লেখা রয়েছে জোট প্রার্থী। দেওয়ালের আর এক প্রান্তে লেখা জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিকারী কংগ্রেস মনোনিত প্রার্থীর নাম।

যা দেখে রীতিমতো অবাক হয়েছে সাধারণ মানুষ তাদের দাবি আলাদা আলাদা ভাবে মনোনয়নপত্র জমা করার পর মানুষের কাছে ভোট চাইতে আসার সময় নিজেদেরকে প্রতিদ্বন্দ্বি বলার পর হঠাৎ কি করে জোর প্রার্থী হলেন তারা?

Byte

কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই কিভাবে জোটপ্রার্থী হলেন হয় ? তবে কি বিরোধীদের সন্দেহই সত্যি । কেন্দ্রে যতই ঠোকাঠুকি লাগুক কংগ্রেস এবং বিজেপির মধ্যে পঞ্চায়েত স্তরে রয়েছে তাদের আতাঁত।

 

ভোট প্রচারের এই দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এবিষয়ে কংগ্রেসের

কান্দি টাউন সংখ্যালঘু সভাপতি অ্যাডভোকেট হাবিব জানিয়েছেন এটা নির্ঘাত তৃণমূলের ষড়যন্ত্র ভোটের আগে দলের ভাবমূর্তি নষ্ট করতে এমন কাজ করছে তারা । দরকারে দলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে জানার জন্য কে বা কারা বিষয়টি করেছে৷

Byte0;00-0;24 adv

 

অন্যদিকে এই ঘটনায় বিজেপির ৫৩র সভাপতি পলাশ দাস জানান, তাদের পক্ষ থেকে এমন দেওয়াল লিখন করা হয়নি। তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এমন কাজ।

Byte0 ;25-0! 42 chek chek

 

ঘটনার সত্যতা যাচাই যদিও এখনও করা হয়নি দু দলের পক্ষ থেকে। তবে আদতে নিজ নিজ দলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প সেটাই দেখার বিষয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *