Vote

ভোটের বৈতরণী পার করতে ভরসা মন্দিরে।

ভোটের আগে মন্দিরে মন্দিরে ঘুরলেন মুসলিম পঞ্চায়েত প্রার্থী।

শ্মশানকালী থেকে জাগ্রত সব এক এক মন্দির

ভোটে জিততে মানত

প্রচারের আগে পুজো

সদল বলে উলুর ধনী সহকারে পূজো দিলেন

পঞ্চায়েত প্রার্থী।

 

সামনেই ভোট। মানুষের আশীর্বাদ পাশে থাকা্য পাশাপাশি চাই ঈশ্বরের আশীর্বাদও। সেই আশীর্বাদ পেতেই বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণ করছেন প্রার্থীরা । মানুষের সামনে প্রচার তো চলছেই চলছে ঈশ্বরের কাছে গিয়ে মাথা ঠোকাও। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের এবারের পঞ্চায়েত প্রার্থী আমির হোসেন লস্কর। বাকি প্রার্থীদের মতনই তার চলছে জোর কদমে প্রচার। তবে তার মাঝেই তিনি পৌঁছে গিয়েছেন জাগ্রত মন্দিরে মাথা ঠুকতে। একেবারে ৭, ৭ টি জাগ্রত মন্দিরে পুজো দেন তিনি। শ্মশানকালী সেখান থেকে কৃষ্ণচন্দ্রপুর মন্দির এবং এলাকার বহু মন্দিরেই এদিন পূজো দেন তিনি।

Byte 0;25+0;37

তবে মন্দিরে পুজো দেয়ার ব্যবস্থা ছিল আনোখা। বাড়ির মহিলাদের ছিল বিশেষ পোশাক । , মহিলাদের পরণে লক্ষ্য করা যায় লাল পাড় শাড়ি,। একেবারে বাঙালিয়ানার ছোঁয়া।উলুধ্বনি সহযোগে এদিন তাদের দেখা যায় প্রার্থীর সমর্থনে বেড়োতে।

 

 

Byyre0:40-0;57

প্রসঙ্গত আমির হোসেন গতবার ৪০০ র বেশি ভোটে জিতেছিল। এবার তার চেয়েও বেশি ভোট পেতেই যে এই প্রস্তুতি তা বলাই বাহুল্য। ভোটে মানুষের ভোটে যাতে জিততে পারেন সেই আশাতেই দর্শন করেন ভিন্ন মন্দির । এবং তার মঙ্গল কামনাতেই বেরোয় এদিন মানুষের ঢল

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *