পরিবর্তনের ডাক দিতে
বয়সে ডবল প্রার্থীদের সাথে মাঠের লড়তে নামছে এই পঞ্চায়েত প্রার্থী
রাজনীতির ময়দানে প্রথমবার
পড়াশোনা শেষ না করেই
মাত্র 22 বছর বয়সেই পঞ্চায়েতে লড়ছে এই তরুণী
যার কাহিনী শুনলে অবাক হবেন আপনি
পঞ্চায়েত ভোটের প্রায় দোর গোড়ায় দাঁড়িয়ে আছে রাজ্য। রাজ্যের একাধিক প্রান্তে প্রায় একই রকম চিত্র।জোড় কদমে চলছে প্রার্থী দের প্রস্তুতি । কোন প্রার্থীর অভিজ্ঞতাই হতে পারে তার জেতবার অন্যতম কারণ । আবার কোন বুথে শারীরিক প্রতিবন্ধী প্রার্থী দাঁড়িয়ে গড়েছে মিশাল। এমনই একাধিক চিত্র যখন উঠে আসছে ক্যামেরার সামনে। তার মাঝে এই প্রার্থী যেন একেবারে অন্যরকম। মাত্র ২২ বছর বয়সেই দুর্নীতি অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সে। পড়াশোনা শেষ হয়নি এখনো, সেই গণ্ডি না পেরিয়ে নতুন গণ্ডিতে পা রাখল প্রিয়াঙ্কা মান্না।
Byte1:28-:155
২২ বছর বয়সে প্রিয়াঙ্কা মান্না, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের জেলা পরিষদের ছয় নম্বর আসনের ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থী। সদ্য নার্সিং পড়া শেষ করে রাজনীতিতে। এবার তমলুক ব্লকের ৬ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূলের আলেমারা বিবি এবং সিপিআইএমের প্রার্থী এসেমা তারা খাতুনের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে প্রিয়াঙ্কা।
Byte0;53-1:18
রাজনীতি সম্পর্কে কোন অভিজ্ঞতা নেই প্রিয়াঙ্কার। রাজনীতির ময়দানে একেবারেই নতুন সে । তবে তার যাদের সাথে লড়াই তারা রাজনীতির ময়দানে যথেষ্ট অভিজ্ঞ এবং বয়সেও অনেক বেশি। দুনিয়া দেখেছেন তারা । তবে তাতেও বিন্দুমাত্র ভয় নেই প্রিয়াঙ্কার মনে। সে চায় শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে। কর্মসংস্থান বাড়াতে, মানুষের দুর্ভোগের সুরাহা করতে।
Byte 1;55-2:23
,ভোটে হারা জেতা সমস্ত মানুষের হাতে । খানিকটা ভাগ্যের। তবে যে সময় রাজনীতি বলতে মানুষ নাক শিঁটকাচ্ছে। সেই সময় একেবারে ২২ বছর বয়সে রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে ওঠা যুব সমাজের মধ্যে রাজনীতির বীজ ‡বপন করবে।
Leave a Reply