বয়স ২৩ অথচ উচ্চতা দেখে তা তা বোঝার জো নেই।
উচ্চতা মেরে কেটে দু ফুট.।
বয়সের নিরিখেও কনিষ্ঠতম প্রার্থী সে।
তারপর দোসর
শারীরিক প্রতিবন্ধকতা।
সেই এবারে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী।
প্রার্থীকে দেখলে অবাক হবেন আপনি।
যেমন মনোবল তেমনই তার ইচ্ছেশক্তি।
0;00+0! 22
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিভিন্ন প্রার্থী দিয়ে প্রতিনিয়তই একে অপরকে “কেমন দিলাম?” বলছে রাজনৈতিক দলগুলি। অর্থাৎ প্রার্থী দিয়ে চমকে দেওয়ার প্রবণতা রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যেই। তাদের মধ্যেই এই প্রার্থী ব্যতিক্রম ,অন্যতম বটে। দক্ষিণ দিনাজপুর জেলার দলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে এবারের পঞ্চায়েত প্রার্থী হয়েছে বছর ২৩ এর তরুণী চুমকি ঘোষ। হিলি থানার সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী সে । তবে এই কারণেই যে শুধুমাত্র ব্যতিক্রমী চুমকি তা নয়। চুমকির বয়স ২৩ হলেও তার উচ্চতা দেখে তা বোঝবার উপায় নেই । উচ্চতা মেরে কেটে দু ফুট তার উপর শারীরিক প্রতিবন্ধকতা । তবে এ সমস্ত কে গুরুত্ব দিতে নারাজ চুমকি। দিবারাত্র এখন সে শুধুমাত্র ব্যস্ত ভোটের প্রচারে।
চুমকির বাবা চঞ্চল ঘোষ এবং মা চিত্রা ঘোষ অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন। চুমকি এখন কলেজের তৃতীয় বর্ষে, মেয়ে শারীরিক প্রতিবন্ধী এ কথা জানার পরও কোনদিনও মেয়েকে কিছুতে বাধা দেয়নি তারা ।এবারে তাদের এলাকায় তাদের মেয়ে হয়েছে পঞ্চায়েত প্রার্থী তা ভাবতেই রীতিমতো গর্বে বুক ফুলছে তাদের। অন্যদিকে মেয়ে চুমকি ও পড়াশোনার পাশাপাশি দিবারাত্র এখন ব্যস্ত প্রচার করতেই.। মানুষের সেবা করতে ব্রতী সে
Byte0;55-1;45
প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি৷ দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তরফে সবসময় পাশে পাচ্ছেন মা বাবাদের। নির্বাচনি প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই পঠনপাঠনে প্রভাব পড়ছে। তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছে চুমকি।অন্যদিকে তার জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দল।
Byte 0! 05-0:15
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে সবদলেই যেখানে প্রার্থীপদ নিয়ে বিশৃঙ্খলা। জেতা হারা নিয়ে পাটিগণিতের রমরমা। সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করা সমাজে বিশেষ সচেতনতার বার্তা দেবে।
Leave a Reply