Bote

ভোট প্রচারে এসেই দাঁতের ব্যথায় কাহিল ব্রাত্য বসু।

মালদহ স্টেশনে নামতেই হঠাৎ দাঁতের ব্যথা।

প্রচারে যাওয়ার আগেই হাসপাতালে ছুটলেন মন্ত্রী।

দাঁতে ইনফেকশন।

হাসপাতালেই থাকতে হলো বেশ কিছু ঘন্টা।

প্রচারে যাওয়ার আগেই বাঁধা।

 

 

পঞ্চায়েত নির্বাচনের আগে শুরু হয়েছে প্রচার পর্ব। দলের প্রার্থীর হয়ে প্রচারে নামছেন দলের হেভি ওয়েট নেতারা সেই মর্মেই দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারের জন্য যাচ্ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হঠাৎ মালদহ স্টেশনে ট্রেন থেকে নেমেই ভোট প্রচার করার আগেই ছুটতে হলো হাসপাতালে। তীব্র দাঁতে ব্যথা দাতেই ইনফেকশন ।প্রচার করার বদলে মালদা মেডিকেল কলেজে ছুটল ব্রাত্য বসু

Byte

। মন্ত্রী বলেন, তার দাঁতের ব্যথার সমস্যা দীর্ঘদিনের। মাঝেমধ্যেই দাঁতের ব্যথার জন্য চিকিৎসকের কাছে ছুড়তে হয়। গত কয়েকদিন ধরেই তিনি সুস্থ ছিলেন। মঙ্গলবার সকাল থেকে আবারো দাঁতের ব্যথা শুরু হয় মন্ত্রীর। অবশেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে মন্ত্রী ট্রেন থেকে নেমেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে ছুটে আসেন। চিকিৎসকেরা জানান ইনফেকশন থেকে এই দাতের ব্যথা। এন্টিবায়োটিক দিয়েছেন চিকিৎসকেরা। আপাতত মন্ত্রী সুস্থ রয়েছেন।

Byte0;00-0;37

দক্ষিণ দিনাজপুরে ভোট প্রচারের উদ্দেশ্যে মঙ্গলবার মালদহে এসে পৌঁছান মন্ত্রী ব্রাত্য বসু। সকালে বন্দে ভারত এক্সপ্রেসে পড়ে তিনি মালদহ টাউন স্টেশনে নামেন। তারপর থেকেই প্রচণ্ড দাঁতে ব্যাথা শুরু হলে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসা করানোর পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে এদিন মালদহ মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাবার পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো এবং ব্যবস্থা নিয়েও কথা বলেন ব্রাত্য বসু . ।তিনি বলেন সরকারি হাসপাতালের পরিষেবা যথেষ্ট ভালো রয়েছে। এবং হাসপাতালে বিভিন্ন দিক পরিদর্শন করেন তিনি।

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *