তৃণমূল প্রার্থীর হুমকির অডিও ক্লিপ্স ভাইরাল করতেই অপহরণ করার ফাঁদ সিপিএম কর্মীকে।
সিপিএমে যোগদান করতেই প্রথমে হুমকি এবং
পরে অপহরণ করার চেষ্টা।
বাড়িতে এসে সিপিএম প্রার্থীকে অপহরণ করার চেষ্টা তৃণমূলের দুষ্কৃতিদের।
প্রার্থীকে না পেয়ে ছোট বাচ্চাদের উপর অত্যাচার
মারধর স্ত্রী কে ও
অল্পের জন্য রক্ষা
পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের প্রতি শাসকদলের যে ব্যবহার তা কার্যত প্রশ্ন তুলেছে রাজ্যের গণতন্ত্রের উপর। শুধু বিরোধীদের প্রতিই নয় দলের অভ্যন্তরে রয়েছে দ্বিমত। আর সেই দ্বিমত জেরে ফাটল দেখা দিয়েছে তৃণমূলে, । যার ফলে পঞ্চায়েত ভোটের প্রাক্কালেই দল বদলি হয়েছে নজর কারা। আর দল বদলাতেই রীতিমতো পুরনো দলের নেতাদের চক্ষু সুল হয়েছে সদ্য অন্য দলে যোগদান করা কর্মীরা। নদীয়ার নবদ্বীপ বিধানসভার কেতওয়ালী থানার আনন্দবাস এলাকায় সদ্য সিপিএমে যোগদান করা প্রার্থীকে ফোন করে হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতী । জানে মারার হুমকি দেয়া হয় ফোন করে। সেই অডিও ক্লিপ্সি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Byte ঔ ph in 1;00-134
তবে এখানেই ঘটনার শেষ নয়, ফোনে হুমকি দিয়ে কোন যুতসই কাজ হচ্ছে না । তাই একেবারে দলবল নিয়ে মাঠে নামেন তৃণমূলের দুষ্কৃতীরা। ওই এলাকায় সদ্য দল পরিবর্তন করে সিপিএমে যোগদান করেছে হাদা বিশ্বাস। তার নেতৃত্বেই প্রায় কয়েকশো পরিবার এক যোগে সিপিএমে যোগদান করে । অভিযোগ তারপরেই পার্শ্ববর্তী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতৃত্ব জিন্নাত শেখ সহ জনপনেরোর এক দল, তাকে বাড়ি থেকে অপহরণ করার চেষ্টা করে, বাড়ি এসে হামলা চালানো হয় পরিবারের উপর। শিশুদের উপর ও চালানো হয় যদিও গ্রামের মানুষ একত্রিত হয়ে তা রুখে দেয়।
Byte0;00-1;17
যদিও তৃনমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ নস্যাৎ করা হয়েছে। অন্যদিকে ওইদিন ই আরো একধিক জায়গায় সিপিএম প্রার্থীর ওপর হামলা হওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে।
Leave a Reply