Lorai

দীর্ঘ কুড়ি বছরের লড়াই

অযোগ্য প্রার্থীকে সরিয়ে অবশেষে এক বছরের জন্য চাকরি পেলেন শিক্ষক

দীর্ঘদিনের কষ্ট

আইনি ঝঞ্ঝাট

চাকরি পেলেন তো পেলেন একেবারে শেষ সময়

লড়াইয়ের পর জয় তো এলো

তবে তা নিয়ে খুশি হতে পারছেন না এই শিক্ষক

দীর্ঘ লড়াইয়ের পর নিয়োগপত্র হাতে পেতেই কান্নায় ভেঙে পড়লেন ।

 

 

তিনি যোগ্য। তিনি চাকরি পেয়েছেন অথচ হয়নি নিয়োগ টানা কুড়ি বছর ধরে এই চাকরি পাওয়ার জন্যই লড়েছেন তিনি । আইনের দরজা থেকে শুরু করে নেতাদের চৌকাঠ চাকরি পেতে কি করেননি তিনি !অবশেষে মাত্র এক বছরের জন্য গলসী ১নং ব্লকের জাগুলী পাড়া এমএসকে তে ভাষা সম্প্রসারক হিসাবে চাকরি পেলেন শঙ্করপ্রসাদ ভট্টাচার্য্য। নিয়োগ পত্র হাতে পেয়েই দুচোখ জলে ভরে গেল শঙ্করবাবুর।

Byte1;07-1:15

 

জানা যায় প্রায় ২০ বছর আগে তাঁকে গলসী ১ নং ব্লকের জাগুলিপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ভাষা সম্প্রসারক হিসাবে নিয়োগের জন্য বিডিওকে নির্দেশ দিয়েছিলেন বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক। কিন্তু নিয়োগপত্র পাননি। তার বদলে হয়েছে বেনিয়মে চাকরি। সেই প্রমাণ নিয়ে সরকারের দারস্ত হয়েছেন ,আইনের দীর্ঘ রায় পৌঁছেছেন তবে কেউ দিতে পারেনি সদ উত্তর। এভাবেই নিজের জীবনের কুড়িটা বছর শুধুমাত্র একটি চাকরি পাওয়ার জন্য লড়ে গিয়েছেন শংকর বাবু।

Byte1:45-2:15

শংকর বাবু, যে পদে চাকরি পেয়েছেন সেই পদের মেয়াদ ৬৫ বছর পর্যন্ত তবে শংকর বাবুর বর্তমান বয়স ৬৪ বছর ১০ মাস ২৮ দিন অর্থাৎ চাকরি পাওয়ার পর গোটা এক বছরও তার কাছে সময় নেই। সেই নিয়ে খানিক আক্ষেপের সুর সোনা গিয়েছে শংকর বাবুর মনে।

Bute-0;35-0;49

 

তবে 2003 সাল থেকে দীর্ঘ 20 বছর ধরে আদালত আর জেলা প্রশাসনের দরজায় দরজায় ঘোরা যে বিফলে যায়নি তার তা ভেবেই ভালো লাগছে শংকর বাবুর।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *