Hurmur

হুড়মুড়িয়ে বাড়ছে রাজ্যে সবজির দাম।

রান্নার নিত্য প্রয়োজনীয় লঙ্কা থেকে শুরু করে আদা

হাত দিতে গেলে হাত পুড়ছে সাধারণ মানুষের।

গত ১৫ দিনেই রেকর্ড বাড়লো সবজির দাম।

পঞ্চায়েত ভোটের আগে বাজারে সবজির দামের বারবারন্ত।

কোন কারণে হঠাৎ বাড়লো সবজির দাম?

পঞ্চায়েত ভোট এর প্রভাব?

নাকি পঞ্চায়েত ভোটে পড়বে তার প্রভাব?

 

রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজনীতির ময়দান এমনিতেই উত্তপ্ত তার ওপর গত ১৫ দিনে লাগাতার শাকসবজির দামের রেকর্ড বৃদ্ধি দেখছে সাধারণ মানুষ। লঙ্কা থেকে শুরু করে আদার দাম শুনলে কার্যত হার্ট ফেল করবার যোগাড়। বাজারে গেলে বাজারের বড় ব্যাগ থাকলেও থলি ভরছেনা গৃহস্থের ।দাম শুনে খালি ব্যাগ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রতিদিন।

0;00-0;13 sada chacha

। কেউ বলছেন বৃষ্টির অভাবে এমন পরিস্থিতি, কারও সাফাই চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বাড়ছে। তবে হঠাৎ করে বাজারে এমন আগুন হওয়ার প্রকৃত কারণ নিয়ে কোনও যুৎসই তথ্য হাতে আসছে না।

0;06+0:13 neel

 

অনেক ক্ষেত্রেই আবার পাইকারী বাজারের তুলনায় খুচরোর দামে বিপুল ফারাকের অভিযোগও উঠছে নানা মহলে। কিন্তু এই দাম বৃদ্ধির ফলে মার খাচ্ছে খুচরো ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Byte0;10-0:20 sada

একে অপরকে দোষারোপ করার মাঝে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ । কি খাবে তারা? বিলাসবহুল জীবন নয় বাজারের শাকসবজি এরকম দাম থাকলে ডাল খেতে গিয়েই পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে মানুষের । গত ১৫ দিনে যেমন দাম বেড়েছে বাকি সব সবজির । ঠিক তেমনি দাম বেড়েছে রসুন কাঁচা লঙ্কা আদার।

বাঙালির রান্নায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আদা গত মাস খানেক ধরে প্রায় ৩০০টাকারও বেশী দামে বিক্রী হচ্ছে, রসুনের দাম কেজি প্রতি ২৫০টাকা। কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি।

 

হঠাৎ কোনো কারণ ছাড়াই শাকসবজির এই দাম বৃদ্ধি নিয়ে কার্যত চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। কবে কমবে দাম ?এই চিন্তাতেই রাতের ঘুম উড়েছে প্রত্যেকের । প্রসঙ্গত গৃহস্থের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষ এর জেরবার অবস্থা । তার ওপর এভাবেই যদি মূল্যবৃদ্ধি হতে থাকে তাহলে জোরজবরদস্তি পেটের খিদে মারা ছাড়া কোন উপায় থাকবে না সাধারণ মানুষের।

এত নির্বাচন হচ্ছে এত রাজনৈতিক দল আসছে। কি করছে তারা? না হয়েছে কর্মসংস্থান না হয়েছে খাবারের যোগান । কোথায় যাবে মানুষ ?ভোটের আগে প্রচারে হাজার বুলি থাকলেও তারপর সবাই এক।

0;42-0;58 chacha

বাজারে যেতেই কিছু মানুষ যখন ভগবানকে গালি দিচ্ছে ঠিক তখনই এই তালিকা থেকে বাদ যায়নি রাজনৈতিক দলগুলিও। এখন দেখার বিষয় পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সবজির এই মূল্যবৃদ্ধি কতখানি প্রভাব ফেলে নির্বাচনের Σউপর

0;047-0;53 neel

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *