Poluce

একেবারে অন্য মেজাজে রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

দক্ষিণ ২৪ পরগণায় গিয়েই ফিরে পেলেন ছেলেবেলা।

হিংসা বিশৃঙ্খলার মাঝে অন্যভাবে খুঁজে পেলেন নিজেকে।

একদিকে কর্তব্যপরায়ণতা ,অন্যদিকে শৈশব

বাসন্তীতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেই

শিশুদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন আনন্দ বোস

 

 

রাজ্যের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইতিমধ্যে রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিত্ব। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একাধিক বিশৃঙ্খলায় প্রতিক্রিয়া দেয়া থেকে শুরু করে নিহতদের পরিবারের পাশে সশরীরে উপস্থিত হয়ে ইতিমধ্যেই নিজেকে গ্রাউন্ড জিরো রাজ্যপাল হিসেবে প্রমাণ করেছেন তিনি। কখনো ভাঙ্গর কখনো কুচবিহার এবং গতকাল বাসন্তীতে নিহতের পরিবারের পাশে দাঁড়ান তিনি। ফোনে কথা বলেন বাসন্তীর নিহত তৃণমূল কর্মীর পরিবারের সাথে। সেই সময় মৃতের পরিবারের লোক কেও বলতে শোনা যায় রাজ্য পুলিশের উপর আস্থা নেই তবে রাজ্যপালের উপর আস্থা আছে। একদিকে যখন রাজ্যের মানুষ রাজনীতির উর্ধ্বে গিয়ে রাজ্যপালকে কাজের মানুষ কাছের মানুষ হিসেবে মেনে নিতে শুরু করেছে। তখন নিজের কর্তব্য এর বাইরে গিয়ে অন্য মেজাজে দেখা গেল সিবি আনন্দ বোসকে

 

  1. দক্ষিণ 24 পরগনার পঞ্চায়েত নির্বাচন নিয়ে যেখানে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সেখানে দেখা যায় রাজ্যপাল কে। বাসন্তী যেখানে গুলি চলেছিল সেই ঘটনাস্থলে যান রাজ্যপাল সিপি আনন্দ বোস। অন্যদিকে এই দিন দেখা যায় তারপরেই এলাকার শিশুদের মধ্যে লাড্ডু বিতরণ করছেন তিনি। ঠিক যেন শৈশবের মতনই তার মুখের নিষ্পাপ হাসি। প্রমাণ করছে শান্তি চান তিনি চান সঙ্ঘবদ্ধ হোক শান্তি ফিরুক রাজ্যে

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *