Tmc

অনেক তো হলো সিপিএম, বাম, তৃণমূল

কংগ্রেস

এবার ভরসা করা যাক না নির্দলে

এমনই মন্ত্রে বিশ্বাস করছে এই গ্রামবাসীরা

কোন রঙে আর তাদের বিশ্বাস নেই

নির্দলে ভোট দেবেন বলে ঠিক করেছেন গ্রামকে গ্রাম

0;00-0;15 sada takla

 

রাজ্যে হাল ফেরাবার প্রতিশ্রুতি দিয়ে কত রাজনৈতিক দলই তো এলো পালা বদল করতে । সময় বদলালো রাজনীতির মান বদলালো, তবে গ্রামবাসীদের পরিস্থিতির তাদের অসুবিধার ,বিন্দুমাত্র বদল নেই। ৩৫ বছর হোক কিংবা ১২ বছর কোন সূরাহা হয়নি তাদের জীবনে। তাই এবার তারা ঠিক করেছেন আর নয় কাস্তে হাতুড়ি আর নয় কোন ফুল ,কোন হাত ,সুযোগ দেয়া হোক এবার একেবারেই নির্দলকে । রীতিমতো এগ্রিমেন্ট পেপারে সই করিয়ে নির্দল প্রার্থীকে সমর্থন বানারহাট ব্লকের সাঁকোয়াঝরা ১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটার সমাজ পাড়ার ভোটারদের।

 

Byte 0;10-0:34 —– kalo

গ্রামবাসীরা চান এবার জিতুক নির্দল প্রার্থী ।তারা চান একবার সুযোগ দিয়ে দেখতে দলীয় কোন রং ছাড়াই উন্নতি হয় কতখানি । অন্যদিকে নির্দল প্রার্থীকে সমর্থন জানাতেই বিতর্কিত চিত্র উঠে এলো ক্যামেরার সামনে গয়েরকাটায় নির্দল প্রার্থী প্রচারে বেরোতেই তৃণমূলের বিরুদ্ধে উঠলো প্রার্থী কে কালিমা লিপ্ত করার অভিযোগ.। এই প্রসঙ্গে আম চিহ্নে দাঁড়ানো মানিক চ্যাটার্জী বলেন

Byte 0;18-0;43—1:48 prarthi

তৃণমূলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দল প্রার্থীর ছবি পোস্ট করিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।এখানেই শেষ নয় বিরোধীরা ভোট প্রচার করতে পারছেন না সুষ্ঠুভাবে ,ভোট প্রচারে বাধা দেওয়া হচ্ছে এমনটাও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *