প্রচারে এসে ড্রেন পরিষ্কার করলেন পঞ্চায়েত প্রার্থী।
প্রচারে আসতেই মানুষের দাবি ড্রেন পরিষ্কার না হলে ভোট মিলবে না
নিরুপায় হয়ে নিজেই নর্দমা পরিষ্কার করলেন তৃণমূল নেতা
কর্মী সহযোগে বাজারের জমা নোংরা জল সরালেন তিনি
দেখুন সেই ভিডিও
পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়েই বিপদে পড়লেন পঞ্চায়েত প্রার্থী । চলছে প্রচার ,চলছে স্লোগান এর মাঝেই জননেতা হতে গিয়ে গুরুতর বিপদে কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী দেবদাস বক্সী । মানুষের কাছে হাতজোড় করে ভোট চাইছেন ঘুরছেন এলাকায় এভাবেই তিনি পৌঁছে যান পানাগর বাজারে।
এলাকায় প্রচারে নামতেই এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা ঘিরে ধরেন তাকে।অভিযোগ করেন পানাগড় বাজারে নিকাশি নালা সাফাই না হওয়ার কারণে বৃষ্টির জেরে জলমগ্ন গোটা এলাকা।
পানাগড় বাজারের গুরুত্বপূর্ন রাস্তায় নিকাশি নালায় জল নিষ্কাশন না হওয়ার কারণে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা।
ByteByte 0;00-0;12
দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি, কোন সুরাহা নেই এবার না সমাধান হলে ভোট দেবনা। এমনি দাবি জানায় এলাকাবাসীরা। স্থানীয়দের এই দাবি শুনতেই তড়িঘড়ি কাজ শুরু করেন নিকাশিনালা সাফাই অভিযান।
শনিবার বিকালে নিকাশি নালা পুরোপুরি সাফাই করে এলাকার সমস্ত জমা জল নিষ্কাশন করা হয়।
Byte0;2৪-0;43
এই বিষয়ে অনেকেরই মত ভোট না দেবার দাবি জানাতেই
কাজ হয়েছে। নয়তো দীর্ঘদিন ধরে এই অবস্থা থাকার পর ও সুরাহা মেলেনি। ভোটের লোভেই করা হয়েছে নিকাশি ব্যবস্থা পরিস্কার। è
Leave a Reply