বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে স্বামী
প্রচারে বেরোতে বাড়িতে ঢুকলো তৃণমূলের গুন্ডারা
একা রয়েছে স্ত্রী সন্তান
সুযোগ পেতেই হামলা বাড়ির শিশু এবং মহিলার উপর
একযোগে ১০ ১২ জন তৃণমূল কর্মী এসে চালালো তান্ডব
স্ত্রী কন্যার ওপর অত্যাচার
ভাইরাল হল ভিডিও
ū
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট নির্ধারণ হওয়ার পর থেকেই বিশৃঙ্খলার চিত্র আরো স্পষ্ট হয়েছে। গত ২৪ দিনে কুড়ি জনেরও বেশি নিহত হয়েছে পঞ্চায়েত ভোটের জন্য। মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে শুরু করে প্রচার। সবেতেই রাজ্যের বিরোধীদল গুলিকে তৃণমূলের বাধার সম্মুখীন হতে হচ্ছে । তাদের দাবি গণতান্ত্রিক রাজ্য বলা হলেও মনোনয়নপত্র জমা দেয়া হোক কিংবা প্রচারের সময় বিরোধীদল দেখতে পেলেই মারার ছক খুঁজছে তৃণমূল । পূর্ব বর্ধমানের ভাতারের বড় বেলুন গ্রামে এদিন সেরকমই এক চিত্র দেখা গেল, এক বাড়ির স্বামী-স্ত্রী এবার দাঁড়িয়েছে পঞ্চায়েত ভোটে , তাও আবার বিজেপির পক্ষ থেকে।সুযোগ বুঝে বাড়ির মহিলা একা থাকতেই চড়াও হয় তৃণমূল। বাঁশ লাঠি নিয়ে বাড়ির ভেতর ঢুকে চালানো হয় তাণ্ডব । ছোট্ট মেয়েকেও ছাড়েনি তারা। শারীরিক মানসিক নির্যাতন চালানো হয় মা এবং মেয়ের উপর। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল দেখুন;
Byte
ভাতার ব্লকের বড়বেলুন গ্রামের ৯২ ও ৯৮ বুথের বিজেপি প্রার্থী বিমল দাস ও তার স্ত্রী মমতা দাস এবারে ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।বিজেপির অভিযোগ; এদিন স্থানীয় তৃণমূল কর্মী অভিষেক পালের নেতৃত্বে ১০-১২ জন তৃণমূল কর্মী বিজেপি প্রার্থী বিমল দাসের অবর্তমানে বাড়িতে লাঠি, বাঁশ নিয়ে চড়াও হয়। তার স্ত্রী ও কন্যাদের ওপর হুমকি ও নির্যাতন চালায় বলে অভিযোগ বিজেপির। বিমল দাস জানান
0;2-0;29
এই ঘটনার পর ই চোটে লাল হয়ে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাজকুমার হাজরা জানান;
Bytr0;04-0;58
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান ;’
Byte0;07-0;58
Leave a Reply