পদ্মফুল নয়, ভোট দিন তৃণমূলে।
বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে বেরিয়ে তৃণমূলকে ভোট দিতে বললেন সোনালি গুহ
মুখ ফসকে বেফাঁস মন্তব্য
মন্তব্য নিয়ে জোর জল্পনা
মনে যা মুখে তাই
তৃণমূল ছাড়ার পরও তবে কি মনেই রয়েছে তৃণমূল?
জলঘোলা শুরু
পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে দিকে দিকে প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন দলের বাকি কর্মীরাও ।শেষ মুহূর্তে প্রচার চলছে রাত দিন। সেই মর্মেই গতকাল নদীয়ার তেহট্টে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন মহিলা মোর্চার কর্মসমিতির সদস্য সোনালি গুহ ।সোনালী গুহ ছাড়াও এদিন একাধিক বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচিতে । দলের সঙ্গে সঙ্গে চলছিল স্লোগানের ঝড়। পদ্মফুল চিহ্নে ভোট দিন এর সাথে সাথেই প্রার্থীর নাম ধরে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানানো হচ্ছিল মানুষের উদ্দেশ্যে। আর ঠিক তখনই ঘটে বিপদ। বিজেপির হয়ে স্লোগান তুলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে যায় তৃণমূলের স্লোগান । ভারত মাতা কি জয়ের মাঝেই হঠাৎ একজনের গলা স্রোতের বিপরীতে যেতেই চমকে যান সকলে।তাও আবার বলছেন তো বলছেন বিরোধী দল তৃণমূলের হয়ে। কিছু মুহূর্তের জন্য থেমে যায় স্লোগান। সঙ্গে সঙ্গেই জনসমক্ষে থামানো হয় সোনালী গুহকেও খানিক সামলে নিয়ে নিজের ভুল বুঝতে পারেন সোনালী গুহ।
Byte0;00+0;27
তার দাবি সাংঘাতিক গরম থাকার জন্যই মুখ ফসকে বেরিয়ে গেছে এমন কথা ।অসাবধানতাবশতই এমন কাণ্ড ঘটেছে বলে দাবি বিজেপির।
যদিও পরবর্তীকালে তিনি ক্ষমতায় চেয়ে নেন মানুষের কাছে।
Byte:0:06-0;32 —–0;49
তবে তার এই ভুল ততক্ষণে ক্যামেরা বন্দী হয়ে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে। আর একেই ইস্যু বানিয়ে সুর চড়িয়েছে তৃনমূল। আমরা চাই সোনালী গুহ ফিরুক ঘরে।
0;42-1;46
Leave a Reply