সোনা নয় হীরে নয়
না টাকা না দমী কিছু
পরিত্যক্তবাহী ভ্যান চুরি করে পালালো চোর
ভ্যান বর্তি নোংরা নিয়েই পালালো দুই যুবক
প্রযুক্তি ব্যবহার করেই আবার ধরা হলো দুই যুবককে
কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। এমন চুরি করে কি লাভ যা করলে ধরাই পড়ে গেলে। চুরি নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখা ভালো চুরি কিন্তু দুরকমের। ছিঁচকে চুড়ি আর একেবারে বড় দাও। তবে পরিত্যক্ত নিয়ে যাবার ভ্যানচুরি এ বোধহয় অবিরল ঘটনা। শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড
ঘটনা সূত্রে জানা যায় , চাপড়ার বাসিন্দা কলিমুদ্দিন শেখ, বিগত আট দশ বছর যাবৎ শান্তিপুর এসে বিভিন্ন এলাকার পাড়া ঘুরে সংগ্রহীত ভাঙাচোরা পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্র কিনে তা বড়বাজার এলাকায় গোলায় বিক্রি করে তার ভ্যান রিক্সা রেখে বাড়ি যান। এদিন সকালে একইভাবে কাজে বের হন। বেলা একটা নাগাদ ভবানী পাড়ায় এক বাড়ির পরিত্যক্ত কিনতে গেলে, গলিতে ভ্যান রেখে তিনি ওঠেন দোতলার ছাদে, ফিরে এসে দেখেন ট্রলি ভ্যান উধাও!
Byte 0;6-0;34 bikreta
হাজার খোঁজাখুঁজির পরও কালিম উদ্দিনের মাথাতে কিছুতেই আসছিল না তার ভাঙাচোরা নিয়ে যাওয়ার ভ্যান যাবে কোথায়? এরপরই সিসিটিভি ক্যামেরা দেখতে চাওয়ার বুদ্ধি আছে তার মাথায়।পাড়ার ছেলেদের বিষয়টি জানালে তারা সিসি ক্যামেরা খতিয়ে দেখে, দুই যুবক ওই ভ্যান নিয়ে যাচ্ছে।
Byte0;35-1;06 bikreta
অনেক দৌড়া দৌড়ি করে, পাশের পাড়া থেকে তাদের ধরতে সক্ষম হয় , ততক্ষণে ওই ভ্যান রিক্সা তাদের বিক্রি করা হয়েগেছে। উত্তেজিত এলাকাবাসী তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়, এরপর পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। chor kanna
তবে এখনো খোয়া যাওয়া ভ্যান রিক্সা টি কোথায় বিক্রি করা হয়েছে তা জানা যায়নি।তার তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
- তবে এলাকাবাসীর দাবি এলাকায় ক্রমশ বাড়ছে চুরির উপদ্রপ। কয়েকদিন বাদ বাদ ই চলছে এলাকায় চুরি। অথচ কারা চালাচ্ছে এমন তা জানা যায়নি এখনো?
0;00-0;36 punk
Leave a Reply