মাঠে মাছি তাড়াচ্ছে তৃণমূল কর্মীরা।
ফাঁকা মাঠে শুধু চোখে পড়ছে সবুজ চেয়ার্
সভা করতে এসে মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়।
মঞ্চ থেকে কড়া ভাষায় আক্রমণ দলের প্রতি।
দল নেই পাশে
ফের গোষ্ঠী কোন্দলের চিত্র
ভোটের আগেই ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে!
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের একাধিক প্রান্তকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই।সেই সমস্ত স্থানেই আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সুপারিশ করা হয়েছে, । জলপাইগুড়ির ঝারআলতা তার মধ্যে অন্যতম । প্রথমে ঝারআলতা দুই নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীর মাথা ফাটানো পরবর্তীতে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী অফিস কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাতেই উত্তপ্ত হয় পরিস্থিতি তারপরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয় এলাকায়।
। তবে এই স্পর্শকাতর স্থান যেন পঞ্চায়েত ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ পাখির চোখ। একাধিক রাজনৈতিক দলের নেতারা জোর কদমে প্রচার চালাচ্ছেন এই জেলায় । সম্প্রতি তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয় সভা করতে যান ঝাড়া আল্তায় এবং সেখানে গিয়েই কার্যত মেজাজ হারিয়ে বসেন তিনি।
Byte stge er niche
সকাল থেকেই চলছিল তীব্র চাপানোতোর। তাই সকালে সভা শুরু হয় বিকেল বেলা। সভার শুরুতেই খালি মাঠ দেখে মেজাজ হারান বাবুল। মঞ্চে উঠেছে অথচ নেই দলের লোক কেমন লাগে?
জেলা পরিষদের উপরই ক্ষুব্ধ হন তিনি ।তবে তারপরে খানিক সামলে নিয়ে ধুপগুড়ি র জেলা পরিষদ প্রার্থী পঞ্চায়েত সদস্য দের নিয়ে শুরু হয় সভা।সভায় কর্মী সমর্থক থেকে শুরু করে তৃণমূলী নেতাদের উপস্থিতি লক্ষ্য করা না গেলেও জেলা তৃণমূলের দাবি আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বৃষ্টিকে উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন আজকের সভায়। শেষে তা নিয়ে মুখ খোলেন বাবুল
Byte1;36-1;43 –1;58 gari
তবে বাবুলের এমন মন্তব্য এর আগে প্রশ্নের সম্মুখীন হতে হয় আয়োজকদের। দলীয় কর্মীরা কেন নেই?আয়োজদের ভূমিকায় প্রশ্ন উঠতেই খানিক বিরক্ত হয়ে যান তারাও।
0;00-0;31 sobuj
অন্যদিকে এই দিন সভা মঞ্চে উপস্থিত হয়ে পুরনো দল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে নিজের সমস্ত ক্ষোভ উগরে দেন।পঞ্চায়েত ভোটের প্রচারে এসে তিন বিজেপি সাংসদের খরচের হিসেব চাইলেন তৃনমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এখানেই শেষ নয় এ দিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে একাধিক বিরোধীপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাকে একেবারে সংবাদমাধ্যমের নাম ধরেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
0;54-:1;35 স—1;58 moncho
Leave a Reply