Cong

কংগ্রেসের প্রচারে তুমুল ঝামেলা

কৌস্তব বাগচী বক্তৃতা দিতে উঠলেই মঞ্চ ছাড়ার হুমকি

মাইক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

তৃণমূলের শ্বাসানী

কিন্তু এ কী!

মঞ্চ থেকে নামতেই

ডাব খাইয়া মাথা ঠান্ডা কংগ্রেসের

জড়িয়ে ধরল তৃণমূল

এ যেন জুতো মেরে গরু দান

 

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছে প্রচার দলের পঞ্চায়েত প্রার্থীদের হয়ে প্রচার করতে আসছেন দলের মাথারা। এই দিন সেই মর্মেই মেদিনীপুর সদর ব্লকের হাতি হালকা এলাকায় কংগ্রেস প্রার্থী মুনমুন ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচী । সাদা পাঞ্জাবি সাদা ফতুয়া পড়ে এদিন প্রচারের সম্মুখে দেখা যায় তাকে । এরপর মঞ্চে উঠে বক্তৃতা দিতে গেলেই তৃণমূল কর্মীদের বিরোধিতা শিকার হন কৌস্তুভ। মাইক খুলে নেওয়ার হুমকি দেয়া হয় তাকে।

Byte0;00+0;12 neel jama kotha bolche

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচার পর্বে প্রার্থীর সমর্থনে বক্তৃতা দিতে শুরু করেন কৌস্তব বাগচী ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এগিয়ে আসে তিন চার জন তৃণমূল কর্মী। সরাসরি মাইক বন্ধ করে দেয় হুঁশিয়ারি দেয়া হয় তৃণমূলের পক্ষ থেকে এরপরই পারদ চড়তে থাকে এলাকায়। চরম ক্ষুব্ধ হন কৌস্তব বাগচী।

0;00-0;53 -2:21

 

এরপরই দেখা যায় অদ্ভুত এক চিত্র। তৃণমূলের ওই ৩,৪ জন বিরোধী কে টেনে হিঁচড়ে নিয়ে যায় দলের লোকেরাই। খানিক বলপূর্বকই নিয়ে যাওয়া হয় তাদের। । তবে দলীয় কর্মী এই গন্ডগোল কে ধামাচাপা দিতেই সাথে সাথে ডাব নিয়ে হাজির হয় তৃণমূলের আরো তিন চার জন।

। এরপরই তৃণমূলের তরফে সৌজন্যের বার্তা দিতে কংগ্রেস প্রার্থীর হাতে ডাব তুলে দেন তৃণমূল নেতারা। কংগ্রেস নেতাদের সাথে রীতিমতো কোলাকুলিও করতে দেখা যায় তৃণমূল নেতাদের। এলাকায় শান্তি বজায় রাখতেই এমন সৌজন্যের বার্তা বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব।

 

Byte dab footge

 

  1.  প্রথমে অপমান তারপর করমর্দন এ যেন জুতো মেরে গরু দান। সৌজন্য নয় দলের গলতি ঢাকতে ডাব দেয়া হয়েছে এইদিন এই ঘটনার পর এমনই ধারণা এলাকাবাসীর।

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *