Kanna

Kanna

0;20-0:48

বাবা মারা গিয়েছেন দুর্ঘটনায়

তবে সে জানে বাবা ফিরবে রাত হলেই

বাবা ছাড়া মন বসে না কিছুতেই

তার ছোট মস্তিষ্ক জানেই না বাবার ফিরবেনা

বাবা ছাড়া জুটবে না খাবারও

তিন বছরের পিতৃহারা শিশুর জুটলো পুলিশ কাকু

অনাথ শিশু দায়িত্ব নিল পুলিশ

 

কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান নিজে আসতে পারেন না বলেই মানুষের রূপে তৈরি করেন মনুষ্য রূপী ভগবান। বলতে পারেন এই পুলিশ এই পরিবারের জন্য খানিক তাই। কথায় আছে পুলিশ নাকি রক্ষক । সত্যিই বোধহয় তাই । বাবা আর ফিরবেনা কিছুতেই বোঝাতে পারছেন না এই ব্যক্তিকে। বাবা ছাড়া জুটবে না ভাতও যে, তা জানে না একরত্তি। এবার কোথায় যাবে সে ?কে নেবে দায়িত্ব ?পুলিশ কাকুই দায়িত্ব নিল ছোট্ট দীপ্তর।

 

 

দক্ষিণ বাকসারা শিবতলার বাসিন্দা রিংকি দাস। রিংকি তার স্বামী পরিতোষ ও ৩ বছরের পুত্র সন্তান কে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিলেন। হটাৎই ২২ শে মে তার সুখের বাসায় কালো ছায়া এসে পড়লো। রিঙ্কির স্বামী পরিতোষ ধুলাগড়ে এক বেসরকারি কোম্পানি তে হিসাবরক্ষক এর চাকরি করতেন । আচমকাই ২২ শে মে আর পাঁচটা দিনের মতো বাড়িতে এসে চা , জল খেয়ে রিংকি র সাথে কথা বলে বেরহন দিদির বাড়ি যাচ্ছে বলে তার পর আর বাড়ি ফেরেনি । অনেক খোঁজা খুজির পর কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। ২ দিন পর রেল পুলিশ থেকে মৃত্যুর খবর আসে তার কাছে । স্বামীর মৃত্যুর খবর পেয়ে ভেঙ্গে পড়েন পিংকি। অপ্রত্যাশিত খবর নিমেষে বদলে দেয় পিংকির জীবন। সাথে সাথে বদলে যায় তিন বছরের ছেলে দীপ্তর জীবন ? কোথায় যাবেন তারা? কার কাছে হাত পাতবেন? একেবারে অসহায় অবস্থায় ফেলে দিয়ে চলে গেল স্বামী।

Byte0!;053-1;26

ভগবান কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ দেন। দ্বিগুণ হয়তো নয় । তবে এত বড় দুঃসংবাদের মাঝে ভবিষ্যৎ সম্পর্কে অন্তত দুশ্চিন্তা কমে পিংকির

ছোট্ট শিশু দীপ্ত এবং পিংকির অবস্থা দেখে চোখে জল আসে সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত অফিসার মৃণাল সিনহার। হঠাৎ তিনি হয়ে ওঠেন সততার প্রতীক। পরিস্থিতি শুনে তার সন্তানের ভরণপোষণ ও লেখা পড়ার দায়িত্ব নেন তিনি। সংসার খরচের মাসিক টাকা তুলে দিলেন রিংকির হাতে ।

Byte1;58-2;12


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *