স্বাস্থ্য সাথীর কার্ডে বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা।
হল অত্যন্ত জটিল অস্ত্রোপচার।
ডিম্বাশয়ের ভেতরেই নাকি ১৫ কেজি টিউমার।
দেরি করলেই বিপদ।
প্রচুর অর্থের দরকার
স্বাস্থ্য সাথীর কার্ডে বিনামূল্যে হল চিকিৎসা।
সরকারি হাসপাতালে ই প্রকল্পের মাধ্যমে সফল অপারেশন।।
রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্য সাথী। যে কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালের গেলে বিভিন্ন রকম সুবিধা পাবে সাধারণ মানুষ । তবে কালক্রমে এই কার্ডের পরিষেবা নিয়েই বারংবার প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। কখনো অভিযোগ করা হয়েছে এই কার্ড দেখানোর পরও মেলেনি কোনরকম সুযোগ-সুবিধা আবার কখনো জানা গিয়েছে এই কার্ড বৈধই নয় সমস্ত হাসপাতালে ।এই পরিস্থিতিতেই তমলুকের বেসরকারি হাসপাতালের এক ঘটনা কার্যত সারা ফেলে দিয়েছে এলাকায় ।স্বাস্থ্য সাথী টাকাতেই বিরাট জটিল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করালো এই দম্পতি।
0;11-0;38 sada
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাইপাট এলাকার ৪০ বছর বয়সী শম্পা পাল নামে এক মহিলার ডিম্বাশয়ে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। এর ফলে ওই মহিলা শেষ এক বছর ধরে শারীরিকভাবে নানান অসুবিধা সম্মুখীন হন।
0;50-1;05 doc
প্রথমে কলকাতায় চিকিৎসা করান, কিন্তু কোন উন্নতি না হওয়ায় তমলুকে স্ত্রী ও প্রযুক্তি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিষেক দাসের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ৬ মাস ধরে চলে চিকিৎসা। প্রথম থেকেই অপারেশন ছাড়া চিকিৎসায় সফলতা আসবে না বলে জানিয়েছিলেন ডাক্তার। কিন্তু মহিলার হার্টের সমস্যা থাকায় অপারেশন তাড়াতাড়ি সম্ভব ছিল না
0;08-0;43
যত দিন যায় ততই এই টিউমারের আকৃতি বাড়তে থাকায় চিন্তায় পড়ে পরিবার থেকে শুরু করে ডাক্তাররা। প্রত্যেকেই কলকাতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে খরচা শুনে ফিরে আসতে বাধ্য হয় । অবশেষে তমলুকের এই হাসপাতালে চিকিৎসা করাবার সিদ্ধান্ত নেয় দম্পতি । স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে চিকিৎসা সম্ভব এ কথা জানতে পেরেই চেষ্টা চালান তারা এবং অবশেষে দেখা যায় সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সাথী কার্ড এর বদলেই সম্পূর্ণ হলো অপারেশন।
1;11-1:23 doc
চিকিৎসায় গাফিলতি ,সরকারি পরিষেবা না পাওয়া এমন একাধিক বিষয় নিয়ে মানুষ বারংবার প্রশ্ন তুলেছে পরিষেবার উপর । তার মাঝেই তমলুকের বেসরকারি হাসপাতালে সরকারি স্বাস্থ্য সাথীর বিনিময়ে এত কঠিন অস্ত্রোপচার, দৃষ্টান্ত সৃষ্টি করেছে মানুষের সামনে যা চিকিৎসা ব্যবস্থার উপর বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলেই মনে করছে ডাক্তার রা ।
চিকিৎসকরা জানান আগের তুলনায় জেলা চিকিৎসা পরিকাঠামো অনেকটাই ভালো হয়েছে তাই শহরের মত জেলাতেও ভালো পরিষেবা দিতে পারছে চিকিৎসালয় গুলি।
Leave a Reply