হাতির তাড়া।
জঙ্গলময় দাপিয়ে বেড়াচ্ছে দানব হাতি
মানুষ দেখলেই তেড়ে যাচ্ছে সে
পিষে দিয়ে যাচ্ছে গাছ-গাছালি
এমনকি মানুষ ও
দাঁতাল দেখলেই আতঙ্কে মরছে এলাকাবাসী
হাতিকে বাঘে আনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষের
হাতির দাপাদাপিতেই নাজেহাল ঝারগ্রামের কাজলা গ্রাম। দিনের আলো হোক কিংবা রাতের অন্ধকার এক হাতি জীবন অতিষ্ঠ করে দিয়েছে এই গ্রামবাসীর । দিবারাত্র সে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক দিশাহীন। সামনে যা পাচ্ছে ভেঙে চুড়ে ধ্বংস করে দিচ্ছে একেবারে । মানুষ থেকে অন্য জন্তু তার হাত থেকে বাঁচছে না কেউই। ঝাড়্গ্রামে কাজলা গ্রামে সেই হাতির হানাতেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির । কার্যত এই একটি হাতিকে নিয়েই রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।
13-31 lal saree
গা ছম ছম কি হয় কি হয়? কাজ করতে বাড়ির বাইরে বেরতে পারছে না বাড়ির পুরুষেরা এই আতঙ্কে আর কতদিন । অবশেষে বাধ্য হয়েই বনদপ্তরকে খবর দিতে বাধ্য হয় গ্রামের লোকেরা। এরপর বনদপ্তরের লোক এসে শুরু করে নিজেদের কাজ। প্রথমে হাতিটিকে চিহ্নিত করা হয় তারপরেই ট্রাঙ্কুলাইজার করার চেষ্টা করা হয়। বহু প্রচেষ্টার পর তা সফল হয়।
0;00-0! 45 sky
বনদপ্তরের তরফ থেকে জানা গেছে ভোর ৪ টে থেকে চেষ্টা করে সকাল ৮ টা নাগাদ ট্রাঙ্কুলাইজার করার কাজ শেষ হয়। হাতিটিকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে তার চিকিৎসা করে অন্যত্র ছাড়া হবে বলে জানা যায় বন দপ্তর সুত্রে।
তবে এই হাতিটিকে কবজা করতে পারলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না গ্রামবাসীরা ।কারণ এমন একাধিক হাতি এখনো রয়েছে জঙ্গলে, । বাচ্চা থেকে বুড়ো নিয়ে সংসার। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই আশঙ্কা এখনো কাটেনি তাদের। প্রাণ সংশয় ভুগছেন তারা
Byte0;170;35 neel
Leave a Reply