রক্ত দিন উপহার নিন।
রক্ত দিলেই মিলছে উপহার
প্রেসার কুকার ,বিরিয়ানি
রক্ত দিলেই হাতে ধরানো হচ্ছে প্যাকেট
বিধায়কের সামনেই চলছে উপহার দেয়ার পর্ব
কিন্তু কেন?
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রবিবার হাওড়া কর্পোরেশনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের।হাওড়া কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে (অধুনা ২৫ নম্বর ওয়ার্ড) ক্ষীরোদতলা বাস স্ট্যান্ডের সামনে তৃণমূলের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে একাধিক মানুষ। এলাকার বিভিন্ন মানুষকে আগে থেকে জানানো হয়েছিল রবিবার সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । সেই মর্মেই এলাকার বিভিন্ন লোক নাম লেখায় রক্তদান করার জন্য । এদিন দেখা যায় রক্তদান করার পরই তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির প্যাকেট এবং প্রেসার কুকার পড়ানো হচ্ছে দলীয় উত্তরীয়।
আর এর পরই দেখা যাচ্ছে হাসিমুখে বেরোচ্ছেন রক্তদাতারা।
এদিন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারির তত্ত্বাবধানেই রক্তদান শিবির করা হয়। প্রত্যেক রক্তদাতা কে বিশেষ উপহার দেয়া হয়। তবে এর মাঝে অনেকে প্রশ্ন তোলে। রক্ত দেয়ার পর খাবার দেওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। তবে প্রেসার কুকার উত্তরীয় কেন পড়ানো হচ্ছে ?তা নিয়ে প্রশ্ন করলে এ প্রশ্নের কোন সদ উত্তর দিতে পারেনি দলীয় কর্মী থেকে শুরু করে মনজ তিওয়ারি স্বয়ং।
Byte-0;00-0! 43
অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রা
Byte0! º06+0;26 bjp
Leave a Reply